লোকসংগীতশিল্পী আব্দুল আলীমের স্বাধীনতা পুরস্কার, একুশে পদক চুরি; উদ্ধার হয়নি ২ সপ্তাহে

লোকসংগীতশিল্পী আব্দুল আলীমের একুশে পদক, স্বাধীনতা পুরস্কারসহ সাতটি মেডেল ও সম্মাননা স্মারক চুরি হয়েছে। রাজধানীর খিলগাঁও এলাকায় শিল্পীর মেজো মেয়ের বাসায় রাখা ছিল এসব স্মারক।
পরিবারের পক্ষ থেকে থানায় দায়ের করা অভিযোগে বলা হয়েছে, চুরি যাওয়া পদকগুলোর মধ্যে রয়েছে ১৯৭৭ সালের একুশে পদক, ১৯৯৭ সালের স্বাধীনতা পুরস্কার, ১৯৬০ সালে পাকিস্তানের প্রেসিডেন্টের কাছ থেকে পাওয়া 'তমঘা-ই-হুসন', এবং লাহোরের নিখিল পাকিস্তান সংগীত সম্মেলনে প্রাপ্ত দুটি সম্মাননা স্মারক। এছাড়া সেদিন বাসা থেকে ৫০ হাজার টাকা, একটি স্বর্ণের কানের দুল ও একটি গলার হারও চুরি হয়েছে।
পুলিশ জানায়, গত ৮ মে রাতে এই চুরির ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজে কয়েকজন সন্দেহভাজনকে দেখা গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন বলেন, 'ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। সিসিটিভি ফুটেজে সন্দেহভাজনদের চেহারা স্পষ্ট না হওয়ায় শনাক্ত করতে কিছুটা সময় লাগছে।'
তিনি আরও জানান, দ্রুত অপরাধীদের গ্রেপ্তার এবং চুরি হওয়া পদক ও অন্যান্য মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।