আইএমডিবিতে ‘দ্য গডফাদার’কে পেছনে ফেলল তামিল ছবি ‘জয় ভীম’

'দ্য শশাঙ্ক রিডেম্পশন' ও 'দ্য গডফাদারের' মত ক্লাসিক সিনেমাকে পেছনে ফেলে ইন্টারনেট মুভি ডেটাবেইজ-এর (আইএমডিবি) দর্শক রেটিংয়ের শীর্ষে পৌঁছে গেছে তামিল ভাষার চলচ্চিত্র 'জয় ভীম'। ভারতের দলিত সম্প্রদায়ের ওপর অত্যাচার-নিপীড়নের ঘটনা অবলম্বনে নির্মিত ছবিটি ইতিমধ্যেই দর্শক-সমালোচকদের কাছ থেকে ভূয়সী প্রশংসা কুড়িয়েছে।
আইএমডিবির ইউজার রেটিংয়ে ৯ দশমিক ৬ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে রয়েছে চলতি বছর মুক্তি পাওয়া এ সিনেমা। এখন পর্যন্ত এক লাখের কিছু বেশি ব্যবহারকারী ছবিটিকে রেটিং দিয়েছেন।
শীর্ষস্থানে ওঠার পথে 'জয় ভীম' পেছনে ফেলেছে 'দ্য শশাঙ্ক রিডেম্পশন' ও 'দ্য গডফাদার'-এর মতো চলচ্চিত্রকে। দীর্ঘদিন ধরে প্রথম স্থান ধরে রাখা 'দ্য শশাঙ্ক রিডেম্পশন' ৯ দশমিক ৩ পয়েন্ট নিয়ে এখন দ্বিতীয় স্থানে আছে। এই ছবিটিকে রেটিং দিয়েছেন প্রায় ২৫ লাখ দর্শক। অন্যদিকে প্রায় ১৭ লাখ দর্শকের বিচারে ৯ দশমিক ২ রেটিং নিয়ে তৃতীয় স্থানে চলে গেছে 'দ্য গডফাদার'।
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত চলচ্চিত্র 'জয় ভীম'-এর কাহিনি আবর্তিত হয়েছে পুলিশি হেফাজতে থাকা স্বামীকে নিখোঁজ ঘোষণার পর এক আদিবাসী অন্তঃস্বত্ত্বা নারীর করা মামলা নিয়ে এক আইনজীবীর লড়াইকে ঘিরে। আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন তামিল তারকা সুরিয়া। ছবিটি নির্মাণ করেছেন টি জে জ্ঞানভেল।
তামিল ভাষার সাম্প্রতিক চলচ্চিত্রগুলোতে দলিত ও নিচু সম্প্রদায়ের ওপর চালানো অত্যাচার-নির্যাতনের চিত্র উঠে আসছে অনেক বেশি। বাস্তবচিত্র সংবলিত সেসব ছবি দর্শক-সমালোচকরাও প্রশংসা করছেন বেশ। সাম্প্রতিক বছরগুলোতে মুক্তি পাওয়া 'আসুরান', 'সারপাত্তা পারাম্বারাই', 'কালা', 'কাবালি', 'পারিয়েরাম পেরুমাল' প্রভৃতি সিনেমায় নির্মাতারা ভারতের বর্ণ ও জাতবৈষম্যের চিত্র তুলে সফলতার সঙ্গে।
- সূত্র: বিবিসি