জাতীয় নির্বাচনের চেয়ে তৃণমূলে সাংগঠনিক পরিধি বাড়াতে প্রাধান্য দিচ্ছে এনসিপি

আসন্ন জাতীয় নির্বাচনের চেয়ে তৃণমূলে সাংগঠনিক পরিধি বিস্তৃত করা এবং গণপরিষদ নির্বাচনের জন্য রাজনৈতিক লড়াইকে প্রাধান্য দিচ্ছে নবগঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
এনসিপির সিনিয়র যুগ্ম আহবায়ক সামান্তা শারমীন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আমাদের কাছে তো নির্বাচনটা (জাতীয়) মুখ্য না, আমাদের কাছে গণপরিষদ নির্বাচনটা মুখ্য।'
তিনি বলেন, একমাত্র যৌক্তিক পথ হলো, গণপরিষদ নির্বাচন। সেদিকেই এগোতে হবে।
'আমরা সেটার জন্যেই ফাইট দেব,' বলেন তিনি।
সামান্তা শারমীন আরও বলেন, তরুণদের সক্রিয়ভাবে সম্পৃক্ত করবে, এমন একটা একটা রাজনৈতিক দলকে নির্বাচিত করার চেষ্টা করবে তাদের দল।
এদিকে রোববার গণমাধ্যমে পাঠানো এনসিপির সদস্যসচিব আখতার হোসেন স্বাক্ষরিক এক বিজ্ঞপ্তিতে দলটির ২১৭ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।
এই কমিটি আগামী ১ বছরের মধ্যে দলটির গঠনতন্ত্র ও ইশতেহার প্রণয়ন, কর্মসূচি বাস্তবায়ন ও সাংগঠনিক বিস্তার কার্যক্রম পরিচালনা করবে।
কমিটির অনুমোদন দিয়ে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, '২০২৪ সালে ছাত্র-জনতার অভূতপূর্ব রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি ফ্যাসিবাদী শাসন থেকে বাংলাদেশের নাগরিকরা মুক্ত হয়েছে। তবে শহীদ মিনারে ঘোষিত অভ্যুত্থানের এক দফা তথা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত এখনও বাস্তবায়ন হয়নি।'
এনসিপির কাউন্সিল কবে হবে, জানতে চাইলে সামান্তা শারমীন বলেন, 'এক বছর পরেই কাউন্সিল হবে। যেহেতু এক বছর মেয়াদ আছে, সেহেতু এর মধ্যে কাউন্সিল হবে না।'
বিএনপির মন্তব্যের প্রতিক্রিয়া
শনিবার এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, 'যারা গণপরিষদের বিষয় সামনে আনছে, যারা সেকেন্ড রিপাবলিকের বিষয় সামনে আনছে, হয় তারা বোঝে না অথবা বুঝেও আমাদের এই রাষ্ট্রব্যবস্থাকে আরও দীর্ঘায়িত অগণতান্ত্রিক প্রক্রিয়ায় মধ্যে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র আছে।'
সালাউদ্দিনের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় সামান্তা শারমীন বলেন, কেউ যদি ৫ আগস্ট জনগণের ম্যান্ডেট বুঝতে ব্যর্থ হয়, তাহলে সেটি তাদের সমস্যা।
'মানুষের ম্যান্ডেট ও আকাঙ্ক্ষার মধ্যেই বোঝা যাচ্ছে, বাংলাদেশ একটা নতুন রাজনৈতিক ধারার মধ্যে প্রবেশ করেছে। যে বা যারা পুরাতন রাজনৈতিক ধারাকে বহাল রাখতে চায়, তারা আসলে ক্ষমতার রাজনীতি করতে চায়। তারা মানুষের রাজনীতি করতে চায় না,' বলেন তিনি।
ওই একই অনুষ্ঠানে সালাহউদ্দিন নির্বাচনের রোডম্যাপ দাবি করে বলেন, 'মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে অতি শিগগির জাতীয় সংসদের নির্বাচনী রোডম্যাপ প্রদান করতে হবে। যদি আপনি কোনো বাহানায় এই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রদান না করেন, তাহলে আমরা রাজনৈতিকভাবে গণতান্ত্রিক শক্তিগুলো বসে নির্ধারণ করব আমরা কোন প্রক্রিয়ায় এগোব।'
জাতীয় নির্বাচনের রোডম্যাপ প্রসঙ্গে সামান্তা শারমীন বলেন, এনসিপি রোডম্যাপকে 'গুরুত্ব সহকারে' দেখছে এবং জাতীয় নির্বাচনের বিষয়ে তারা আগ্রহী। তবে তিনি জোর দিয়ে বলেন যে, বিচার ও সংস্কারের বিষয়গুলো মোকাবিলা করা আরও গুরুত্বপূর্ণ।
'রোডম্যাপের মধ্যেও সেটার উল্লেখ থাকা প্রয়োজন। অথচ রোডম্যাপকে পুরোপুরি নির্বাচনকেন্দ্রিক করে ভয়ার্তভাবে উপস্থাপন করা হচ্ছে,' বলেন তিনি।
জাতীয় নির্বাচনে অংশ নিতে এনসিপিকে যা করতে হবে
আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে হলে নির্বাচন কমিশন থেকে অন্য দলগুলোর মতো সংসদীয় নির্বাচনের দল হিসেবে নিবন্ধন নিতে হবে এনসিপিকে।
এজন্য গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এ উল্লেখিত আইনি শর্তগুলোর একটি পূরণ করতে হবে। যার মধ্যে রয়েছে নির্বাচনি পারফরম্যান্সের মানদণ্ডে উৎরানো, শক্তিশালী সাংগঠনিক কাঠামো তৈরি এবং দলের ভেতরে গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করা।
নতুন দল হওয়ায় এনসিপি আগের কোনো সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেনি। ফলে কোনো আসনেও তারা জেতেনি, বা শর্তমাফিক ভোটের শতকরা অংশ নিশ্চিত হয়নি।
সাংগঠনিক শর্তের ক্ষেত্রে, অন্তত এক-তৃতীয়াংশ প্রশাসনিক জেলা ও ১০০ উপজেলা বা মেট্রোপলিটন থানায় কার্যালয় থাকার শর্ত আছে।
এছাড়াও এই প্রতিটি কার্যালয়ে অন্তত ২০০ জন নিবন্ধিত ভোটারকে দলীয় সদস্য থাকতে হবে।
দলে গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে, এনসিপিকে কেন্দ্রীয় কমিটি সহ সব স্তরে কমিটির সদস্যদের জন্য নির্বাচন নিশ্চিত করতে হবে এবং ২০৩০ সালের মধ্যে দলের কমিটিগুলোর অন্তত ৩৩ শতাংশ আসন নারীদের জন্য সংরক্ষিত রাখতে হবে।
দলটিকে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র এবং আর্থিক, বাণিজ্যিক বা শিল্পপ্রতিষ্ঠানের বা সংস্থার কর্মচারী বা শ্রমিকদের [সমন্বয়ে] বা অন্য কোনো পেশার সদস্যদের সমন্বয়ে সহযোগী বা অঙ্গসংগঠন গঠন থেকে বিরত থাকতে হবে।
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, 'নির্বাচনের আগে প্রাথমিকভাবে আমাদের লক্ষ্য হচ্ছে মহানগর, জেলা, উপজেলা ও তৃণমূল পর্যায়ে সংগঠনের পরিধি বিস্তৃত করা। এরপর আমরা রাজনৈতিক কর্মসূচি ও অন্যান্য বিষয়কে প্রাধান্য দেব।'