১৭ বছরে হওয়া অপকর্মের পুনরাবৃত্তি গত দেড় বছরে আরেক দলের মধ্যে দেখেছি: আসিফ মাহমুদ
আওয়ামী লীগের ১৭ বছরের কার্যক্রমের এক ধরনের পুনরাবৃত্তি গত দেড় বছরে আরেকটি দলের কার্যক্রমে দেখা গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
তিনি বলেছেন, গত ১৭ বছরে যেসব অপকর্ম হয়েছে, যার কারণে একটা গণ-অভ্যুত্থানের পটভূমি রচিত হয়েছে, সেসব ঘটনার পুনরাবৃত্তি গত দেড় বছরে আরেকটি দলের মধ্যে দেখেছি।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর রবীন্দ্র সরোবরে ঢাকা-১০ আসনের জামায়াত প্রার্থী জসীম উদ্দীন সরকার আয়োজিত তারুণ্যের উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশের রাজনীতির ৫৪ বছরের সব ইকুয়েশন এবারের নির্বাচনে ভেস্তে গেছে। রাস্তায় নামলে আমরা পলিটিক্যাল ডেমোগ্রাফির পরিবর্তন উপলব্ধি করতে পারি। আগের গতানুগতিক হিসাব-নিকাশ বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকারের মাধ্যমে বদলে দেবে।
তিনি আরো বলেন, 'আমরা এই ঐক্য গড়ে তুলেছি কিছু নীতির ওপর, এই ঐক্য বাংলাদেশের মানুষকে মুক্তি দেবে। এই ঐক্য বিজয়ী হলে জুলাই সনদের চেয়েও বেশি সংস্কার করব।'
আগামীর বাংলাদেশ বিগত ৫৪ বছরের মতো চলবে কি না, তা এবারের নির্বাচন নির্ধারণ করবে বলে উল্লেখ করেন অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা।
'এবারের নির্বাচন নির্ধারণ করবে গত ১৭ বছর বাংলাদেশের জনগণ যে কালো অধ্যায়ের মধ্যে দিয়ে গেছে, আগামীর দিন সে রকম হবে কি না। আপনাদের ভোটাধিকার নির্ধারণ করবে যে গুম-খুন ও চাঁদাবাজির রাজনীতি আমরা দেখেছি, সেটা আগামীর বাংলাদেশে দেখব কি না', বলেন তিনি।
