ফ্যামিলি কার্ড ভুয়া, দিতে গেলে আটকাবেন: কুমিল্লায় জামায়াত নেতা তাহের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, বর্তমানে যে ফ্যামিলি কার্ডের কথা বলা হচ্ছে তা সম্পূর্ণ ভুয়া। চিফ ইলেকশন কমিশনার এটাকে বেআইনি বলেছেন। তাই যারা এই কার্ড নিয়ে ভোট দিতে যাবে, তাদের আটকাবেন। এগুলো স্পষ্টত নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের ধোড়করা স্কুল মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে ডা. তাহেরের নির্বাচনি এলাকা উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।
দেশের সার্বভৌমত্ব ও রাজনীতি প্রসঙ্গে তাহের আরও বলেন, 'একটি দল নতুন করে ভারতের সাথে আপস করে আবার দেশ শাসনের জন্য বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিতে চায়। তবে এদেশের মানুষ এবং বিশেষ করে ৪ কোটি যুবক তা কোনোভাবেই হতে দেবে না।'
জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, 'দেশে মত প্রকাশের স্বাধীনতার পাশাপাশি দ্বিমত প্রকাশের স্বাধীনতাও থাকতে হবে। আমরা আগামীতে আবারও ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে পাচ্ছি। যারা ভোটকেন্দ্র দখল করার চিন্তা করছেন, তারা বাসা থেকে মা-বাবার দোয়া নিয়ে বের হবেন।'
শিল্প উদ্যোক্তা মহিউদ্দিন ভূঁইয়া নইমের সভাপতিত্বে এবং মোহাম্মদ ইউসুফের সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহিদ, উপজেলা জামায়াতের আমির মু. মাহফুজুর রহমান, সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভুঁইয়া, খেলাফত মজলিশের উপজেলা সভাপতি মাওলানা শাহজালাল এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন। সভায় স্থানীয় জামায়াত ও শিবিরের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
