স্থানীয় নির্বাচন আগে চায় গণঅধিকার পরিষদ: নুরুল হক নুর

গণঅধিকার পরিষদ আগে স্থানীয় সরকার নির্বাচন চায় বলে জানিয়েছেন দলটির সভাপতি নুরুল হক নুর।
তিনি জানান, ছোট পরিসরে স্থানীয় সরকার নির্বাচন আগে চায় গণঅধিকার পরিষদ। এছাড়া, আওয়ামী লীগ ও এর জোট দলগুলোর নিবন্ধন বাতিল অথবা স্থগিত চান তারা।
আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকালে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং অন্যান্য কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা জানান নুর।
এসময় তিনি জানান, কিংস পার্টিগুলোর হালনাগাদ তথ্য নিয়ে যদি কোনো কার্যক্রম না পাওয়া যায় তাদের নিবন্ধন স্থগিত করার দাবি জানিয়েছেন তারা।
তিনি আরও জানান, এছাড়া প্রবাসী ভোটাররা যেন আসন্ন নির্বাচনে ভোট দিতে পারে সেই ব্যবস্থা গ্রহণেরও ইসির প্রতি দাবি জানিয়েছে তারা।