গণঅধিকার পরিষদের ৩৬ প্রার্থীর নাম ঘোষণা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জন্য প্রথম ধাপে ৩৬ প্রার্থীর নাম ঘোষণা করেছে গণঅধিকার পরিষদ। পর্যায়ক্রমে ৩০০ আসনের তালিকা ঘোষণা করা হবে বলে জানিয়েছে দলটি।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে বিজয়নগরে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন এই নাম ঘোষণা করেন।
এসময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ।
প্রার্থীরা হলেন- নুরুল হক নুর (পটুয়াখালী -৩), মো. রাশেদ খান (ঝিনাইদহ -২), ফারুক হাসান ( ঠাকুরগাঁও -২), হাসান আল মামুন (নেত্রকোনা -২), আবু হানিফ (কিশোরগঞ্জ -১), শাকিল উজ্জামান (টাংগাইল – ২), হানিফ খান সজিব (রংপুর -১), শহিদুল ইসলাম ফাহিম (পটুয়াখালী -১), আব্দুজ জাহের (নোয়াখালী-৪), নুরে এরশাদ সিদ্দিকী (কুড়িগ্রাম -৩), আশরাফুল বারী নোমান (হবিগঞ্জ -৩), খালিদ হাসেন (খুলানা- ৫), আবদুর রহমান (গাজীপুর –২), কবীর হোসেন (টাংগাইল- ৬)।
গোলাম সরওয়ার খান জুয়েল (পাবনা-২), মনজুর মোর্শেদ মামুন (চট্টগ্রাম -১৪), তোফাজ্জল হোসেন (টাংগাইল- ৭), মোহাম্মদ জাহিদুর রহমান (মুন্সিগঞ্জ -১), জাহিদুর রহমান (সিলেট -৬), মো. শফিকুল ইসলাম শফিক (কিশোরগঞ্জ -২), আব্দুল কাদের প্রাইম (কক্সবাজার -১), শেখ শওকত হোসেন (ঢাকা -১৯), ইব্রাহিম রওণক (ঢাকা-৫), কামরুন নাহার ডলি (চট্টগ্রাম -৯), মির মো. শাহজাহান (রাজশাহী -১), মো. সুরুজ্জামান (গাইবান্ধা -৩)।
সোহাগ হোসাইন বাবু (নীলফামারি-৩), ব্যারিস্টার মহিউদ্দিন ইউসুফ (বরগুণা-১), মুনতাজুল ইসলাম (সাতক্ষীরা -১), ডা এমদাদুল হাসান (চট্রগ্রাম -১২), মো. ইমরান খান রাসেল (পিরোজপুর -৩), ওয়াহেদুর রহমান মিল্কি (নারায়ণগঞ্জ -৩), মিজানুর রহমান ভূঁইয়া (ঢাকা-১৩), মোহাম্মদ ইলিয়াস হোছাইন (মানিকগঞ্জ- ১), রবিউল হাসান (পটুয়াখালী -৪), নাছরিন আক্তার লাকী (চট্রগ্রাম -৩)।