সারাদেশে ৫৩৮ থানার কার্যক্রম শুরু

সারাদেশের ৬৩৯টি থানার মধ্যে ৫৩৮টি থানার (প্রায় ৮৪ শতাংশ) কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। আজ শনিবার পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মাইনুল হাসান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'ডিএমপির হেডকোয়ার্টারে এ পর্যন্ত প্রায় ৬০ শতাংশ পুলিশ সদস্য যোগদান করেছেন। আগামীকাল থেকে এ সংখ্যা আরো বাড়বে। মেট্রোপলিটন এলাকার বেশিরভাগ থানাতেই কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।'
পুলিশ সদর দপ্তরের একটি সূত্র জানায়, মেট্রোপলিটন এলাকার ১১০টি থানার মধ্যে বর্তমানে ৮৪টি থানার কার্যক্রম চালু রয়েছে। আর জেলাগুলোতে ৫২৯টি থানার মধ্যে ৪৫৪টি থানার কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে।