ভোটকেন্দ্রের নিরাপত্তায় পুলিশের জন্য ৪০ হাজার বডিক্যাম কেনা হচ্ছে: অর্থ উপদেষ্টা

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদার করতে পুলিশের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা কেনার প্রস্তাব অনুমোদন কর হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সরকারের নিজস্ব অর্থায়নে এই বডি ক্যামেরা কেনা হবে বলে জানিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সরিকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, 'পুলিশের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। ইউএনডিপির মাধ্যমে এসব ক্যামেরা কেনা হবে।'
এই বডি ক্যামেরা আনতে কত টাকা খরচ হবে এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা সাংবাদিকদের বলেন, 'খরচের বিষয়টি এখনই বলা সম্ভব না। এটা আমরা সংগ্রহ করবে ইউএনডিপির মাধ্যমে।'
ইউএনডিপি'র মাধ্যমে কেন আনা হবে জানতে চাইলে সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, 'আমরা টিকা আনি ইউনিসেফ এর মাধ্যমে। কারণ হলো, টেন্ডার করে আনতে গেলে মানের বিষয় থাকে, দামের বিষয় থাকে। এ জন্য ইউএনডিপি মান ও দামের নিশ্চিয়তা দেবে। এতে করে আমরা কারো সাথে নেগোসিয়েশন করবো না।'
উপদেষ্টা বলেন, 'নির্বাচন খাতের ব্যয় থেকে এটা (বডি ক্যামেরা) মেটানো হবে। আমরা পুলিশকে দিচ্ছি, নির্বাচন কমিশনকে না। নির্বাচনের জন্য যা যা দরকার সেটার কোনো কমতি হবে না।'
এর আগে গত ৯ আগষ্ট রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এক উচ্চপর্যায়ের সভায় বডি ওর্ন ক্যামেরা কেনা নিয়ে আলোচনা হয়। এর পরের দিন প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দ্রুত এসব ক্যামেরা কেনার তথ্য জানানো হয়।
ওই সময় প্রধান উপদেষ্টা বডিক্যামগুলো দ্রুত ক্রয় ও হাজার হাজার পুলিশ সদস্যের জন্য যথাযথ প্রশিক্ষণ নিশ্চিত করার নির্দেশ দেন।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, '৪০ হাজার বডি ক্যামেরা (যা সাধারণত বডিক্যাম নামে পরিচিত) সংগ্রহের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই ডিভাইসগুলো হাজার হাজার ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদার করবে।'