চাকসু নির্বাচন পেছাল তিন দিন, ভোটগ্রহণ ১৫ অক্টোবর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন তিন দিন পেছানো হয়েছে। ১২ অক্টোবরের পরিবর্তে ভোটগ্রহণ হবে ১৫ অক্টোবর।
নির্বাচনের প্রচারের জন্য সময় স্বল্পতার বিষয়টি প্রার্থীরা সামনে আনায় এ সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) চাকসু নির্বাচনসংক্রান্ত এক হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠানো অডিও বার্তায় এ তথ্য জানান নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. একেএম আরিফুল হক সিদ্দিকী।
তিনি বলেন, 'আজ দুপুর ২টায় নির্বাচন কমিশনারদের একটি মিটিং হয়। সেখানে দুজন নতুন কমিশনার শপথ নেন। শপথ গ্রহণ শেষে সব কমিশনারকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। গতকাল প্রার্থী ও আগ্রহী শিক্ষার্থীদের সঙ্গে আচরণবিধি ও সার্বিক বিষয়ে মতবিনিময় সভা হয়েছিল।'
তিনি আরও বলেন, 'সভায় বেশিরভাগ প্রার্থী ও শিক্ষার্থী জানান, প্রচারের জন্য তারা মাত্র পাঁচ দিন সময় পাচ্ছেন। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাচ্ছে। ছুটি শেষে বিশ্ববিদ্যালয় খুললে মাত্র পাঁচ দিনের প্রচার সময় হাতে থাকবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভৌগলিকভাবে দূরে হওয়ায় অনেক শিক্ষার্থী ছুটি শেষে সময়মতো ফিরতে নাও পারেন। এ কারণে প্রার্থীরা আরও সময় চান। প্রধান নির্বাচন কমিশনার মিটিংয়ে বিষয়টি উত্থাপন করলে সিদ্ধান্ত হয়, ভোট হবে ১৫ অক্টোবর।'
তিনি আরও বলেন, 'বিশ্ববিদ্যালয়ের ছুটি শেষে মাত্র পাঁচ দিনের মধ্যে নির্বাচন আয়োজন নিয়েও কমিশনের আশঙ্কা ছিল। যদিও নির্বাচন আগে নয় দিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে, তবে কার্যদিবসগুলো প্রস্তুতির জন্য জরুরি। নির্বাচন কমিশনের প্রস্তুতি, শিক্ষার্থী ও প্রার্থীদের আগ্রহ এবং উপাচার্যের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'
এ ছাড়া নির্বাচনী সপ্তাহে ১২ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত সব বিভাগের পরীক্ষা বন্ধ থাকবে। তবে ক্লাস চলবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।