আ.লীগকে পুনর্বাসন করতে চাইলে তা বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে: নাহিদ ইসলাম

আওয়ামী লীগকে নির্বাচনে আনার বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের রাজনীতি শুরু করে, তবে তা বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে।
তিনি বলেন, 'মির্জা ফখরুলের মন্তব্যের প্রতিক্রিয়া এখন জানাবো না। তবে বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করার রাজনীতি শুরু করলে তা বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে। আমরা বিএনপিকে জুলাইয়ের অংশীদার মনে করি। বিএনপিকে ভুল রাজনীতি না করার আহ্বান থাকবে।'
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, 'একদিকে আওয়ামী লীগ যেমন ষড়যন্ত্র করছে, দেশের কোন কোন রাজনীতিবিদ নির্বাচনে আনার ষড়যন্ত্র করছে ও রাজনীতিতে পুনর্বাসনের চেষ্টা করছে। যারা এরকম করবে তাদের রাজনীতি শেষ হয়ে যাবে। ফ্যাসিবাদবিরোধী সকল রাজনৈতিক পক্ষকে আহ্বান জানাবো যেন তাদের বিচারের দাবিতে আমরা ঐক্যবদ্ধ থাকি।'
এনসিপির রাজনৈতিক শক্তি প্রসঙ্গে তিনি বলেন, 'এনসিপি রাজনীতির মাঠের শক্তি কি না সেটা ভোটাররা ভোট প্রয়োগের মাধ্যমে দেখাবে। আওয়ামী লীগ বাদেও যারা পুরোনো ক্ষমতাকাঠামো রাখতে চায়, তারা চায় না নতুন রাজনৈতিক শক্তি গড়ে উঠুক।'
নাহিদ ইসলাম আরও বলেন, 'বিএনপির প্রতি আহ্বান থাকবে, আওয়ামী পুনর্বাসনের রাজনীতি না করে নতুন বাংলাদেশের জন্য রাজনীতি করতে। তাহলে তারা তরুণদের সমর্থন পাবে। বিচার ও সংস্কার করেই বাংলাদেশের রাজনীতি সামনে আগাতে হবে।'
দলীয় প্রতীক নিয়ে তিনি বলেন, 'নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেছেন, শাপলা প্রতীকের বিষয়ে আইনগত কোনো ব্যাখ্যা নির্বাচন কমিশন দেখাতে পারেনি। আমরা এখনো আমাদের প্রতীক শাপলার বিষয়ে অটল আছি।'
গণ অধিকার পরিষদের সাথে একীভূতকরণের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, 'গণ অধিকার পরিষদের সাথে আলোচনা চলছে। এখনো এবিষয়ে জানানোর মতো কিছু হয়নি। অগ্রগতি হলে জানানো হবে।'
নিউইয়র্কে হামলার প্রসঙ্গে তিনি বলেন, 'জুলাই গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দকে টার্গেট করে আওয়ামী ফ্যাসিবাদ বারবার সন্ত্রাসী হামলা করছে। গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা, উপদেষ্টা মাহফুজ আলমের ওপর বিদেশে হামলার ধারাবাহিকতায় এই হামলা। কিন্তু সরকারের তরফ থেকে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি। সরকারের ভেতর থেকে তথ্য লিক করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের যথাযথ উদ্যোগ না থাকায় এ ঘটনা ঘটেছে।'
তিনি বলেন, 'প্রধান উপদেষ্টার আমন্ত্রণে তারা গিয়েছিল, এর দায় প্রশাসন ও সরকারের। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বিচার নিশ্চিত করার ক্ষেত্রে দুর্বলতা আছে বলেই ফ্যাসিবাদের দোসররা হামলা করার সুযোগ পাচ্ছে। ছোট ও বড় পর্যায়ের ঘটনা দেশে ও বিদেশে ঘটছে। প্রশাসনে ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে এবং বিচার নিশ্চিত করতে হবে।'
কয়েকটি দাবি তুলে ধরে তিনি বলেন, 'পররাষ্ট্র উপদেষ্টার সাথে আমরা বসবো এবং জবাব চাইবো। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন নিয়োগ নিয়েও বিতর্ক হচ্ছে। কেন তারা ব্যবস্থা নিতে পারছে না। নিউইয়র্কের কনস্যুলেট জেনারেলকে পদত্যাগ করতে হবে।'
তিনি আরও বলেন, আওয়ামী লীগের দলগত বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন জানানো হবে।
নিউইয়র্ক হামলা প্রসঙ্গে তিনি বলেন, 'আমাদের মানুষদের মিসগাইড করা হয়েছে। যে গেট দিয়ে বের হওয়ার কথা ছিল, সেই গেট দিয়ে তারা বের হয়নি। এই ইনফরমেশনের ঘাটতির কারণে ফ্যাসিবাদের দোসররা হামলার সুযোগ পেয়েছে। প্রটোকলের দায়িত্বে থাকা কেউ এই তথ্য লিক করেছে। এজন্য আমরা তদন্ত সাপেক্ষে বিচার চাই।'
ঘোষণা দিয়ে নাহিদ ইসলাম বলেন, এ ঘটনায় এনসিপি ঢাকার শাহবাগে বিক্ষোভ মিছিল করবে। পাশাপাশি সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল হবে।