ভারতীয় পত্রিকায় মির্জা ফখরুলের সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপিত ও বিভ্রান্তিকর: বিএনপি

ভারতের দৈনিক 'এই সময়'-এ প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপিত হয়েছে এবং তা বিভ্রান্তিকর বলে দাবি করেছে দলটি।
আজ (২৩ সেপ্টেম্বর) বিএনপি'র অফিসিয়াল ফেসবুক পেইজে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, 'বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্টভাবে জানিয়েছেন যে, ভারতের দৈনিক পত্রিকা "এই সময়"-এ প্রকাশিত সাক্ষাৎকারে যে বক্তব্য উল্লেখ করা হয়েছে, তা তিনি বলেননি।'
তবে কোন বক্তব্য বিভ্রান্তিকর বা ভুলভাবে উপস্থাপিত হয়েছে, তা বিএনপি'র বিবৃতিতে উল্লেখ করা হয়নি।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, 'সাক্ষাৎকারের ভিত্তিতে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে ভিন্ন ভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশিত হলেও, এটি ভুল ও বিভ্রান্তিকর।'
'এই সময়'-এর সাক্ষাৎকারে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ এবং জামায়াতের আসন দাবি করা নিয়ে মির্জা ফখরুলের মন্তব্যকে কেন্দ্র করে সংবাদ প্রকাশিত হয়।
সেখানে ফখরুলকে উদ্ধৃত করে বলা হয়, 'আমরা বলেছি আওয়ামী লীগ ও তাদের শরিকেরা সবাই, এমনকি জাতীয় পার্টিও নির্বাচনে অংশ নিক। একটা সুষ্ঠু ও অবাধ ভোট হোক।'
জামায়াতের ৫০ আসনের দাবি নিয়ে প্রশ্নের জবাবে ফখরুলের বক্তব্য হিসেবে প্রকাশিত হয়, 'তারা ৩০ আসন চেয়েছিল। আমরা উৎসাহ দেখাইনি। অনেক কম একটা সংখ্যার কথা বলেছি, যা তাদের মনঃপূত হয়নি। আপনাকে আশ্বাস দিচ্ছি, জামায়াতকে আর আমরা মাথায় উঠতে দেবো না। তারা যত বড় না শক্তি, আমরা অকারণে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। পিআর-টিআর সবই বিএনপির উপরে চাপ সৃষ্টির কৌশল।'
এ বিষয়ে বিএনপি বিবৃতিতে জানায়, 'বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন সিনিয়র রাজনৈতিক নেতা হিসেবে কখনো কোনো অবান্তর কথা বলেন না। তিনি এই ধরনের সংবাদ প্রকাশের নিন্দা জানান এবং জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেন।'
একই সঙ্গে তিনি সাংবাদিকদের বিভ্রান্তিকর খবর প্রকাশ না করার আহ্বান জানান বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।