ছাত্র-জনতার বিজয়োল্লাস ও আনন্দ মিছিলে মুখর শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা
মানুষের বিজয়য়ের আনন্দকে আজ ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। ঘটনাস্থলে উপস্থিত মানুষ একে তাদের ‘বিজয়ের দিন’ বলে মন্তব্য করছেন।
শাহবাগে ড্রোন ক্যামেরায় তোলা ছবি: অলিদ এবনে শাহ
লং মার্চ কর্মসূচিতে অংশ নিয়ে রাজধানীর শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় আসছে লাখো জনতা। উৎসব ও বিজয়ের উল্লাস করছেন তারা।
শাহবাগে আসার সব রাস্তা জনগণের জন্য উন্মুক্ত করে দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ব্যারিকেড সরিয়ে নাগরিকদের চলাচলে সহায়তা দিয়েছেন তিনি।
মানুষের বিজয়য়ের আনন্দকে আজ ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। ঘটনাস্থলে উপস্থিত মানুষ একে তাদের 'বিজয়ের দিন' বলে মন্তব্য করছেন।
