চাঁদ দেখা গেছে, আগামী ১৭ জুন পবিত্র ঈদুল আজহা

বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ১৭ জুন (সোমবার) দেশে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে।
শুক্রবার (৭ জুন) সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান।
সভায় জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন সদর দপ্তর, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানসহ বিভিন্ন কর্তৃপক্ষ চাঁদ দেখার বিষয়ে অবহিত করেন।
সভায় ধর্ম সচিব মো. হামিদ জমাদ্দার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. বশিরুল আলম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহাম্মদ কাওছার আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।