স্কুবা ডাইভিং দুর্ঘটনায় ‘ইয়া আলী’ গানের গায়ক জুবিন মারা গেছেন

জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী জুবিন গার্গ আর নেই। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সিঙ্গাপুরে ভয়াবহ এক স্কুবা ডাইভিং দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে ইন্ডিয়া টুডে জানিয়েছে, দুর্ঘটনার পর সিঙ্গাপুর পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।
নর্থ-ইস্ট উৎসবে অংশ নিতে সিঙ্গাপুর গিয়েছিলেন জুবিন। আজকের অনুষ্ঠানে তার গান গাওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ এই মৃত্যুসংবাদ গোটা ভারতকে শোকস্তব্ধ করে দিয়েছে।
শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে আসামের মন্ত্রিসভার সদস্য অশোক সিংহল জুবিন গার্গের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
তিনি লিখেছেন, 'আমাদের প্রিয় জুবিন গার্গের অকাল প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। আসাম হারাল শুধু একটি কণ্ঠ নয়, হারাল হৃদস্পন্দন। জুবিন কেবল একজন গায়ক ছিলেন না, তিনি ছিলেন আসাম ও ভারতের গর্ব, যার গানে আমাদের সংস্কৃতি, আবেগ আর আত্মা ছড়িয়ে পড়েছিল বিশ্বের প্রতিটি কোণে।'
আসামের 'স্বর্ণকণ্ঠ' খ্যাত জুবিন গার্গ জাতীয় পরিচিতি পান 'গ্যাংস্টার' ছবির 'ইয়া আলি' গানে কণ্ঠ দিয়ে। গানটি ভারতের সংগীতাঙ্গনে তুমুল জনপ্রিয়তা পায়। এরপর তিনি 'দিল তু হি বাত্তা' (কৃষ থ্রি), 'জানে কেয়া চাহে মান' (পেয়ার কে সাইড ইফেক্টস)-এর মতো একাধিক হিট গান উপহার দেন।
আসাম, উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে দেশজুড়ে জুবিন গার্গের মৃত্যুতে শোকের ঢল নেমেছে। ভক্ত, শিল্পী ও রাজনৈতিক অঙ্গনের মানুষজন শ্রদ্ধা জানাচ্ছেন এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পীকে।