মাঝ আকাশে টার্বুলেন্সের কবলে বিমান, হাত ভাঙল কেবিন ক্রুর

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে মাঝ আকাশে আকস্মিক টার্বুলেন্সের কবলে পড়ে আহত হয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক কেবিন ক্রু।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) আবুধাবি থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসার পথে বিজি-০১২৮ ফ্লাইটে এ ঘটনা ঘটে।
আহত কেবিন ক্রু শাবামা আজমী মিথিলাকে দুর্ঘটনার পরপরই রাজধানীর পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। এক্স-রে পরীক্ষায় দেখা গেছে, তার বাম হাতের কনুইয়ের ওপরের হাড় ভেঙে গেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আমাদের সহকর্মী মিথিলা আবুধাবি ফ্লাইটে ফেরার পথে টার্বুলেন্সে পড়ে গুরুতর আহত হয়েছেন। বিমানবন্দর থেকে তাকে সরাসরি পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে। আমরা সবার কাছে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া ও সহযোগিতা কামনা করছি।'
জানা যায়, বিমানটি প্রায় ১৫ হাজার ফুট উচ্চতায় থাকাকালে অবতরণের প্রস্তুতি নিচ্ছিল। সে সময় ফ্লাইট স্টুয়ার্ডেস মিথিলা কেবিনে নিয়মিত দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ প্রায় ছয় সেকেন্ড স্থায়ী প্রবল টার্বুলেন্স শুরু হয়। তখনো যাত্রীদের জন্য সিটবেল্ট বাঁধার সতর্কীকরণ সংকেত চালু হয়নি।
হঠাৎ ধাক্কায় মিথিলা ভারসাম্য হারিয়ে পড়ে যান এবং তার হাত ভেঙে যায়।