মাঝ আকাশে টার্বুলেন্সের কবলে বিমান, হাত ভাঙল কেবিন ক্রুর

বিমানটি প্রায় ১৫ হাজার ফুট উচ্চতায় থাকাকালে অবতরণের প্রস্তুতি নিচ্ছিল। সে সময় ফ্লাইট স্টুয়ার্ডেস মিথিলা কেবিনে নিয়মিত দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ প্রায় ছয় সেকেন্ড স্থায়ী প্রবল টার্বুলেন্স শুরু হয়।