ডেঙ্গুর চিকিৎসা দেওয়া হাসপাতালের ছাদেই মশার প্রজননস্থল, ১০ হাজার টাকা জরিমানা

ডেঙ্গুর চিকিৎসা দেওয়া চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের ছাদে মশার প্রজননস্থল খুঁজে পেয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১০ জুলাই) চসিকের স্পেশাল ম্যজিস্ট্রেট মনীষা মহাজন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। একই অভিযানে আরও চার ভবন মালিককে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়।
চসিকের জনসংযোগ কর্মকর্তা ও প্রটোকল অফিসার আজিজ আহমেদ বলেন, আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় ড্রোন উড়িয়ে বেশ কিছু ভবনে মশার আবাসস্থল খুঁজে পাওয়া যায়।
এর পরিপ্রেক্ষিতে মা ও শিশু হাসপাতালসহ মোট পাচঁটি ভবন মালিককে ৩৮ হাজার টাকা জরিমানা করা হয় বলে জনান তিনি।