সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ: আধা কি.মি. দূরে থেকেও বাঁচলেন না শামসুল ও সালাউদ্দিন

চট্টগ্রামের সীতাকুণ্ডে শনিবার (৪ মার্চ) বিকেলে সীমা রি-রোলিং মিলের অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এদের মধ্যে দুজন নিহত হয়েছেন দুর্ঘটনাস্থল থেকে আধা কিলোমিটার দূরে।
দুর্ঘটনার মুহূর্তে একটি দোকানে বসেছিলেন মো. শামসুল আলম (৬৫) । তার ছেলে রায়হান উদ্দিন জানান, শক্তিশালী বিস্ফোরণে একটি লোহার টুকরা উড়ে এসে শামসুল আলমের শরীরে আঘাতে করে। তৎক্ষণাৎ মারা যান তিনি।
অন্যদিকে ৩৫ বছর বয়সী মোহাম্মদ সালাউদ্দিনকেও একই দুর্ভাগ্যের শিকার হতে হয়। সালেহ কার্পেট নামক একটি কারখানার অফিস সহকারী সালাউদ্দিন বিস্ফোরণের সময় কারখানার সামনে খোলা জায়গায় হাঁটছিলেন। একটি উড়ন্ত লোহার টুকরা এসে তার মাথায় আঘাত হানলে তিনি মাটিতে পড়ে যান।
অ্যাম্বুলেন্সের অপেক্ষা না করে আহত সালাউদ্দিনকে তার সহকর্মীরা কারখানার একটি এক্সকাভেটরে চড়িয়ে দুই কিলোমিটার দূরের বিএসবিএ হাসপাতালে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় পরে সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এলাকাবাসী জানান, শক্তিশালী এই বিস্ফোরণের কম্পন দুই কিলোমিটার দূর পর্যন্ত অনুভব করা গেছে।
সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম সাংবাদিকদের বলেন, 'বিস্ফোরণে সীমা অক্সিজেন অক্সিকো লিমিটেডের প্ল্যান্টের দেওয়াল ভেঙে পড়ে। দুর্ঘটনাস্থলের আশপাশে আধা কিলোমিটার এলাকায় বাড়িঘর ও অফিস-আদালত কেঁপে ওঠে। বিকট শব্দে অনেক স্থাপনার কাচ ভেঙে যায়।'
শবিবারের বিস্ফোরণে আহত হয়েছেন অন্তত ৩০ জন।