স্বাধীনতার পক্ষে–বিপক্ষে বলে বিভক্তি সৃষ্টি কাম্য নয়: সালাহউদ্দিন আহমদ

মুক্তিযুদ্ধের চেতনা বিক্রির মাধ্যমে জাতিকে বিভক্ত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে–বিপক্ষে বিভাজন সৃষ্টি করে ঐক্যবদ্ধ জাতিকে ভাঙা কাম্য নয়।
শনিবার (৮ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে 'বাংলাদেশের প্রেক্ষাপটে আদিবাসী, ক্ষুদ্র নৃ–গোষ্ঠী প্রসঙ্গ ও জাতীয় নিরাপত্তা ভাবনা' শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বৈঠকের আয়োজন করে পার্বত্য চট্টগ্রামবিষয়ক গবেষণা সংস্থা সিএইচটি রিসার্চ ফাউন্ডেশন।
সালাহউদ্দিন আহমদ বলেন, 'বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্যে এই জাতিকে বিভক্ত করার প্রবণতা বহুবার দেখা গেছে। মুক্তিযুদ্ধের চেতনার নামে বাণিজ্য ও রাজনীতিকরণের মাধ্যমে বিভাজন সৃষ্টি করা হয়েছে, যা থেকে বেরিয়ে আসতে হবে।'
তিনি দাবি করেন, মুক্তিযুদ্ধে সবাই সশস্ত্র সংগ্রামে না থাকলেও মানসিকভাবে দেশের স্বাধীনতার পক্ষে ছিল। স্বাধীনতার বিপক্ষে থাকা অভিযোগে যাদের বিভক্ত করতে চাওয়া হয়, তারাও স্বাধীনতার পর প্রকাশ্যে তা অস্বীকার করেনি। যারা দেশের স্বাধীনতাকে গ্রহণ করতে পারেনি, তাদের মধ্যে কিছু ভিন্ন চিন্তা থাকতে পারে।'
পার্বত্য চট্টগ্রাম ইস্যুতে দীর্ঘদিন ধরে একটি আন্তর্জাতিক পরিকল্পনা চলছে উল্লেখ করে তিনি সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। তিনি বলেন, 'বাংলাদেশের পার্বত্য অঞ্চল, ভারতের একটি এলাকা ও মিয়ানমারের একটি অঞ্চল নিয়ে কিছু বৈশ্বিক শক্তির পরিকল্পনা থাকতে পারে, যা বাস্তবায়নে এ ভূখণ্ডকে ভিন্নভাবে সাজানোর চেষ্টা হতে পারে।
সাম্প্রতিক কুকি–চিনের ঘটনা দেশবাসী ও নিরাপত্তা বাহিনীকে উদ্বিগ্ন করেছে উল্লেখ করে তিনি বলেন, যেটা আমরা সাদা চোখে দেখছি, সেটার অন্তরালের কারণও আছে। বাংলাদেশে বসবাসকারী সবার পরিচয় বাংলাদেশি হওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন।
সভায় সভাপতিত্ব করেন সিএইচটি রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান মেহেদী হাসান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) নাঈম আশফাক চৌধুরী।