মবোক্রেসির রাজনীতি বিএনপি সমর্থন করে না: আমীর খসরু
পাঁচ আগস্টের পটপরিবর্তনের পর মানুষের মনোজগতে যে পরিবর্তন এসেছে, তার সঙ্গে তাল মিলিয়ে বিএনপি রাজনীতি করছে মন্তব্য করে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি 'মবোক্রেসি'র [উচ্ছৃঙ্খল জনতা বা সংঘবদ্ধ চক্রের শাসন] রাজনীতি সমর্থন করে না।
তিনি অভিযোগ করেন, বর্তমানে বিএনপির রাজনীতির বিপরীতে একধরনের 'মবোক্রেসি'র রাজনীতি দেখা যাচ্ছে।
শনিবার (১৩ নভেম্বর) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে (কেআইবি) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 'বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দেশ গড়ার পরিকল্পনা' শীর্ষক এই কর্মসূচির সমাপনী দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দলের নেতাকর্মীরা যোগ দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, 'জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনকে বিবেচনায় রেখে একটি স্থিতিশীল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপি রাজনীতি করছে। কিন্তু এখন তার বিপরীত রাজনীতি পরিলক্ষিত হচ্ছে, যাকে তিনি 'মবোক্রেসি'র রাজনীতি বলে অভিহিত করেন।'
চট্টগ্রামের সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গ টেনে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, 'চট্টগ্রামে বিএনপি নেতা এরশাদউল্লাহ ও ঢাকায় ওসমান হাদির ওপর হামলার ঘটনা ঘটেছে। নির্বাচন বানচালের কোনো "মাস্টারপ্ল্যান" বা নীলনকশা আছে কি না, তা খতিয়ে দেখতে হবে।'
হাসপাতালে চিকিৎসাধীন ওসমান হাদিকে দেখতে গিয়ে বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাসের ওপর সংঘটিত 'মব' বা হামলার ঘটনারও তীব্র প্রতিবাদ জানান আমীর খসরু। তিনি বলেন, 'বিএনপি মবোক্রেসির রাজনীতি সমর্থন করে না।'
এ সময় তিনি দলের নেতাকর্মীদের সতর্ক করে বলেন, যারা মবোক্রেসি করছে, তাদের মতো আচরণ যেন বিএনপির নেতাকর্মীরা না করেন। তিনি সবাইকে মব কালচার বা উচ্ছৃঙ্খল আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানান।
