বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ও হাফিজ উদ্দিন আহমেদ।
শনিবার (১৩ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকটি শুরু হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ নিয়ে গণভোটের তফসিল ঘোষণার দুই দিন পর এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
বৈঠকের নির্দিষ্ট আলোচ্যসূচি সম্পর্কে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে দলীয় সূত্রে ধারণা করা হচ্ছে, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে প্রত্যাবর্তনের প্রেক্ষাপটে তার নিরাপত্তাসহ সার্বিক বিষয়গুলো নিয়ে বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে অবহিত করতে পারেন।
এছাড়া ইনকিলাব মঞ্চের নেতা ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর গুলির ঘটনার পর দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হতে পারে।
এর আগে, গত বৃহস্পতিবার আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি একযোগে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
এরপর গতকাল (শুক্রবার) রাতে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় ১৭ বছরের নির্বাসন শেষে আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশে ফিরবেন।
