‘লকডাউনে কাউকে রাস্তায় দেখতে চাই না’, আইজিপির হুঁশিয়ারি

দেশজুড়ে লকডাউন চলাকালে জনসাধারণের অপ্রয়োজনীয় ঘুরাফেরা বন্ধ করার ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।
তিনি বলেন, 'আমরা আগামীকাল (১৪ এপ্রিল) কাউকে সড়ক-রাস্তাঘাট এবং বাইরে দেখতে চাই না। বিনা প্রয়োজনে কাউকে দেখতে চাই না। আমরা চাপপ্রয়োগের চেয়ে নিজেদের উদ্যোগেই এই দায়িত্ব পালন করব।'
'এসব না মানলে সমগ্র বাংলাদেশকে আইসোলেশনে নিতে হবে,' বলে সতর্কবার্তা প্রকাশ করেন তিনি।
আজ (মঙ্গলবার) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে লকডাউন চলাকালে 'পুলিশ মুভমেন্ট পাসে'র উদ্বোধনকালে এসব কথা বলেন।
'গত বছর যেভাবে নিয়ন্ত্রণ করেছি, এবারও দ্বিতীয় ওয়েভ নিয়ন্ত্রণ করব। তবে অবশ্যই অপ্রয়োজনীয় চলাফেরা বন্ধ করতে হবে। গত বছর লাখ লাখ মানুষ ঢাকা ছেড়েছেন। এবারও গত দুদিন ধরে ঢাকা ছাড়ছেন, এগুলো ঠিক না। এগুলো নৈতিকভাবে খুবই অন্যায় কাজ,' বলেন আইজিপি বেনজীর আহমেদ।
'মুভমেন্ট পাস' ছাড়া কাউকে বাসার বাইরে বের হতে দেওয়া হবে না বলে জানান তিনি। তবে সাংবাদিকদের কোনো মুভমেন্ট পাস দরকার হবে না বলেও উল্লেখ করেন।