শরীয়তপুরে ৬০টি হাতবোমা ধ্বংস করল পুলিশ

শরীয়তপুরের নড়িয়া উপজেলার পোরাগাছা ইউনিয়নে পুলিশের এন্টি-টেরোরিজম ইউনিটের বোমা ডিসপোজাল দল বৃহস্পতিবার ভোরে ৬০টি হ্যান্ড গ্রেনেড (হাতবোমা) ধ্বংস করেছে।
গতকাল দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে প্রথম ধাপে ২৪টি গ্রেনেড নিয়ন্ত্রণমূলক বিস্ফোরণে ধ্বংস করা হয়। পরে দ্বিতীয় ধাপে বাকি ৩৬টি ধ্বংস করা হয়।
বোমা ডিসপোজাল দলের অতিরিক্ত পুলিশ সুপার মোহরাম আলী জানান, '৬০টি বোমাই ধ্বংস করা হয়েছে। এগুলো হাতের তৈরি এবং সম্প্রতি বানানো। প্রতিটি বোমার মধ্যে মার্বেল ও ছোট ছোট পেরেক ছিল। সাইজে ছোট হলেও এগুলো বেশ শক্তিশালী।'
বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকা থেকে বোমা ডিসপোজাল ইউনিটের সাত সদস্য পোরাগাছা পৌঁছান। এরপর উদ্ধার করা বোমাগুলো একে একে গাড়িতে তোলা হয় এবং মোক্তারেরচর ইউনিয়নের মহিষখোলা উচ্চ বিদ্যালয় মাঠে নিয়ে গিয়ে ধ্বংস করা হয়।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম উদ্দিন বলেন, 'দেশের কয়েকটি জেলায় ১৫ আগস্টকে কেন্দ্র করে নাশকতার শঙ্কা রয়েছে। তালিকায় শরীয়তপুর থাকায় পুলিশ সতর্ক অবস্থানে আছে। গোপন সংবাদের ভিত্তিতে আমরা বোমাগুলো উদ্ধার করি এবং পরে বোমা ডিসপোজাল ইউনিট ধ্বংস করে।'
তিনি আরও বলেন, 'প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ১৫ আগস্টের সময় নাশকতা সৃষ্টির উদ্দেশ্যেই এসব বোমা তৈরি করা হতে পারে।'
এর আগে, বৃহস্পতিবার দুপুর ২টায় মোক্তারেরচরের পোরাগাছা এলাকায় পাঁচ বালতি ভর্তি হাতবোমা উদ্ধার করে পুলিশ।
ঘটনাটির সঙ্গে জড়িত কাউকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি, এবং কোনো মামলা দায়ের করা হয়নি।