‘নিখোঁজ’ নন, হেফাজত নেতা আজিজুল হক ইসলামাবাদী গ্রেপ্তার

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী 'নিখোঁজ' নন, বরং তাকে গ্রেপ্তার করেছে র্যাব।
দেশব্যাপি হেফাজতে ইসলামের সাম্প্রতিক তাণ্ডবের সঙ্গে সম্পৃক্ততা থাকায় রোববার রাতে র্যাব ও পুলিশের এক যৌথ অভিযানে হাটহাজারী থেকে আজিজুল হক ইসলামাবাদীকে গ্রেপ্তার করা হয়।
এর আগে, রোববার হাটহাজারী মাদ্রাসায় হেফাজতে ইসলামের সভায় যোগদান শেষে চট্টগ্রাম শহরের উদ্দ্যেশে রওনা হওয়ার পর থেকে মাওলানা আজিজুল হক ইসলামাবাদী কোনো খোঁজ মিলছে না বলে দ্য বিজনেস স্ট্যন্ডার্ডকে জানান সংগঠনটির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস।
তিনি বলেন, "বিকেলে সভা শেষে সন্ধ্যায় হাটহাজারী বাস স্ট্যান্ড এলাকায় তিনি এবং তার সাথে শহর থেকে আসা একজন ছিলেন। সেখান থেকেই ওই দুইজনের আর খোঁজ মিলছেনা। গভীর রাত পর্যন্ত আমরা পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য সংস্থা গুলোর সাথে যোগাযোগ করেও তার অবস্থান নিশ্চিত হতে পারিনি।"
আজিজুল হক ইসলামাবাদীর ছোট ভাই মোহাম্মদ ইরফান দ্য বিজনেস স্ট্যন্ডার্ডকে বলেন, "মাগরিবের নামাজের পর থেকে আমার ভাই আজিজুল হক ইসলামাবাদীর সাথে যোগাযোগ করা যাচ্ছে না। তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। রাত তিনটার দিকে আজিজুল হক ইসলামাবাদীর মোবাইল ফোন কিছুক্ষণের জন্য খোলা পাওয়া যায়, কিন্তু কেউ ফোন রিসিভ করেননি। তার সঙ্গে আমাদের মামাতো ভাই ইকবাল খলীলীও ছিলেন। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। আমরা শুনেছি কালো একটি মাইক্রোবাস তাদের হাটহাজারী থেকে তুলে নিয়ে যায়,'
'নিখোঁজের আগে ফোনে যোগাযোগ হলে আমার ভাই বলেছিলেন হাটহাজারী থেকে তিনি শহরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এদিকে নিখোঁজের ১৮ ঘণ্টা পরও তার কোনো খোঁজ না পেয়ে আমাদের পরিবারের সদস্যরা উৎকণ্ঠিত হয়ে পড়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ করা হলেও তারা কিছু বলতে পারছেন না।'যোগ করেন ইরফান।
হেফাজতের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস জানিয়েছেন, হেফাজতের বৈঠক শেষে ঢাকা যাওয়ার পথে নারায়নগঞ্জের মদনপুর থেকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহ-অর্থ সম্পাদক মুফতী ইলিয়াস হামিদিকে র্যাব আটক করা হয়েছে বলে তিনি জেনেছেন। এছাড়া এ পর্যন্ত হাটহাজারী থেকে হেফাজতে ইসলামের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।