২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে নিহত ৯৩ জনের তালিকা প্রকাশ করল হেফাজত

হেফাজতে ইসলাম বাংলাদেশ ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহতদের একটি প্রাথমিক তালিকা প্রকাশ করেছে। তালিকায় ৯৩ জনের নাম রয়েছে। সংগঠনটি জানিয়েছে, যাচাই-বাছাই শেষে এ সংখ্যা পরিবর্তিত হতে পারে।
হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রব্বানী বলেন, 'এটি চূড়ান্ত তালিকা নয়। সংখ্যা বাড়তেও পারে, কমতেও পারে। আমরা চূড়ান্ত তালিকা তৈরির কাজ করছি। আশা করছি, চলতি মাসেই তা প্রকাশ করা যাবে।'
তিনি আরও জানান, সংগঠনের শীর্ষ নেতারা নিয়মিত বৈঠক করছেন চূড়ান্ত তালিকা তৈরির জন্য এবং আইনি পদক্ষেপ গ্রহণের প্রস্তুতিও চলছে।
আরও পড়ুন: হেফা লিস্ট
মতিঝিলের ওই সমাবেশে মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতির অংশ হিসেবেই হেফাজত এ তালিকা তৈরি করছে। এর আগে মানবাধিকার সংগঠন 'অধিকার' ৬১ জন নিহতের একটি আলাদা তালিকা প্রকাশ করেছিল।
২০২৪ সালের ২৭ নভেম্বর হেফাজত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে একটি অভিযোগপত্র জমা দেয়। তাতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আরও ৪৯ জনকে অভিযুক্ত করা হয়। একই বছরের ১৮ আগস্ট দায়ের হওয়া আরেকটি মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের নাম উল্লেখ করে 'গণহত্যার' অভিযোগ আনা হয়।
২০১৩ সালের ৫ ও ৬ মে হেফাজতে ইসলাম মতিঝিলের শাপলা চত্বরে 'ধর্ম অবমাননার আইন' প্রণয়নের দাবিতে সমাবেশ করে। এর জবাবে পুলিশ, র্যাব ও বিজিবির সমন্বয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকার একটি যৌথ অভিযান পরিচালনা করে।
স্থানীয় বাসিন্দারা জানান, রাতভর অন্ধকারের মধ্যে চালানো অভিযানের সময় গুলির শব্দ শোনা যায়। ওই অভিযানে কতজন নিহত হয়েছিলেন, তা নিয়ে এখনো মতভেদ রয়েছে।