শাপলা চত্বরে ‘গণহত্যা’: ৭১ টিভির চেয়ারম্যানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে হেফাজত নেতার অভিযোগ

২০১৩ সালের ৫-৬ মে শাপলা চত্বরে সংঘটিত হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যায় উসকানি দেওয়ার অভিযোগে একাত্তর টেলিভিশন ও মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল এবং টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মোস্তফার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে।
আজ (১৫ এপ্রিল) হেফাজতে ইসলামের নেতা মুফতি মুশফিকুর রহমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩-এর আওতায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এই অভিযোগ দাখিল করেন।
২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ আহ্বান করে হেফাজতে ইসলাম। পরে তারা অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দিলে, রাতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে তাদের ছত্রভঙ্গ করে। হেফাজতের দাবি, ওই অভিযানে বহু মানুষ নিহত হয়।
মানবাধিকার সংগঠন 'অধিকার'-এর প্রতিবেদন অনুযায়ী, ওই রাতে ৬১ জন নিহত হয়েছিল। এই প্রতিবেদনের পর সংগঠনটির সম্পাদক আদিলুর রহমান খানকে একটি সাইবার ট্রাইব্যুনাল দুই বছরের কারাদণ্ড দেয়। বর্তমানে তিনি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা।
এর আগে মার্চে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জাতিসংঘকে সদ্যচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে সংঘটিত সকল নৃশংসতা নথিভুক্ত করার জন্য আহ্বান জানান।
তিনি বলেন, 'এই দেশের জনগণের ওপর চালানো সমস্ত নৃশংসতার সঠিক নথিভুক্তি জরুরি। তা না হলে সত্য জানা এবং ন্যায়বিচার নিশ্চিত করা কঠিন।'