পাকিস্তানে হামলার একদিন পর এখন বিজেপি বলছে, ‘কেউ যুদ্ধ চায় না’

পাকিস্তানে হামলার একদিন পর ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় মুখপাত্র নালিন কোহলি বলেছেন, উত্তেজনা বাড়লেও কেউ যুদ্ধ চায় না।
আজ বুধবার (৭ মে) বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের নিউজআওয়ার অনুষ্ঠানে তিনি বলেন, 'কেউ যুদ্ধ চায় না।'
পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে যখন নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়ছে, ঠিক তখন এ মন্তব্য করলেন নালিন কোহলি।
তবে বিজেপির এই মুখপাত্র এ কথাও বলেছেন যে ভারত তার নাগরিকদের অধিকার রক্ষা থেকে বিরত থাকবে না এবং সন্ত্রাসী হামলার কারণে ভারতীয়দের রক্ত ঝরবে না- এটিও নিশ্চিত করবে।
নালিন কোহলি দাবি করেন, সরাসরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সাথে যোগসূত্র আছে, এমন জায়গাতেই ভারত হামলা করেছে। পাকিস্তানের সামরিক বাহিনীর কোনো কিছুকে লক্ষ্যবস্তু করা হয়নি।
অন্যদিকে পাকিস্তান বলছে, ভারত যেসব স্থাপনাকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে, সেগুলোর কোনোটিই সন্ত্রাসীদের ক্যাম্প বা আস্তানা নয়।
গত ২২ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানির পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছিল। এরই মধ্যে গতকাল মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের ছয়টি স্থানে বিমান হামলা চালায় ভারত।
এ হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। ভারতের এই ক্ষেপণাস্ত্র হামলাকে 'কাপুরুষোচিত' আখ্যায়িত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এর সমুচিত জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।