লিটারপ্রতি ৭ টাকা বাড়লো সয়াবিন তেলের দাম

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির পর সয়াবিন তেলের দাম আরও এক দফা বাড়ালো ভোজ্যতেল ব্যবসায়ীরা। নতুন দাম অনুযায়ী প্রতি লিটারে সাত টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেল খুচরা বাজারে ১৬০ টাকায় বিক্রি হবে।
মঙ্গলবার (১৯ অক্টোবর) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনষ্পতি ম্যানুফ্যাকচারারস অ্যাসোসিয়েশন সয়াবিন তেলের নতুন দাম ঘোষণা করে।
অ্যাসোসিয়েশন জানায়, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন ও অপরিশোধিত পাম তেলের দাম বৃদ্ধির ফলে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৫৩ টাকা থেকে বাড়িয়ে ১৬০ টাকা, খোলা সয়াবিন ১২৯ টাকা থেকে বাড়িয়ে ১৩৬ টাকা, ৫ লিটারের বোতল ৭২৮ টাকা থেকে বাড়িয়ে ৭৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।