অপরিশোধিত সয়াবিন ও পাম তেলের ওপর ৫ শতাংশ অগ্রিম আমদানি কর প্রত্যাহার

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আমদানি পর্যায়ে অপরিশোধিত সয়াবিন তেল ও অপরিশোধিত পাম তেল আমদানির ক্ষেত্রে ৫ শতাংশ অগ্রিম কর প্রদান থেকে অব্যাহতি দিয়েছে।
তবে এই সুবিধা পেতে হলে আমদানিকারকদের বাণিজ্য মন্ত্রণালয়ের পূর্বানুমতি নিতে হবে।
এ সুযোগ গ্রহণের জন্য আমদানি নীতি আদেশ ২০২১–২০২৪ অনুযায়ী পণ্য আমদানির ক্ষেত্রে প্রযোজ্য সব শর্তাবলী মানতে হবে।
এছাড়া, মূল্য সংযোজন কর সংক্রান্ত হিসাবসহ কর চালান ও ফাইলিংয়ের সকল আনুষ্ঠানিকতা পালন করতে হবে।
এনবিআরের আদেশে বলা হয়েছে, এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
আদেশে আরও বলা হয়েছে, একটি নিবন্ধিত উৎপাদনকারী প্রতিষ্ঠান যদি অপরিশোধিত সয়াবিন তেল ও অপরিশোধিত পাম তেল আমদানি করে, তাহলে তা অগ্রিম কর থেকে অব্যাহতির আওতাভুক্ত হবে।
এছাড়াও, যদি কোনো বাণিজ্যিক আমদানিকারক কোনো রিফাইনারির সঙ্গে চুক্তিবদ্ধ থাকে, তাহলে বাণিজ্য মন্ত্রণালয়ের পূর্বানুমোদন সাপেক্ষে চুক্তিতে উল্লিখিত পরিমাণ অপরিশোধিত সয়াবিন তেল ও অপরিশোধিত পাম তেল আমদানি করতে পারবেন। এই ক্ষেত্রে বাণিজ্যিক আমদানিকারককে একটি শিল্প প্রতিষ্ঠান হিসেবে গণ্য করা হবে।