Skip to main content
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
December 15, 2025

Sign In
Subscribe
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, DECEMBER 15, 2025
ক্লদ মনের ক্যানভাস

ফিচার

তারেক অণু
14 November, 2024, 09:50 pm
Last modified: 16 November, 2024, 05:09 pm

Related News

  • লাওহে ওয়া কালাম: চিত্রশিল্পী মকবুল ফিদা স্মরণে দোহায় উদ্বোধন হলো জাদুঘর
  • ক্লিম্টের 'পোট্রেট অব এলিজাবেথ লেডারার' চিত্রকর্মটি কেন ২৩৬ মিলিয়ন ডলারে বিক্রি হলো?
  • নারী শিল্পীদের আঁকা ছবির দাম পুরুষ শিল্পীদের চেয়ে কম হয় কেন?
  • মাত্র চার মিনিটেই যেভাবে ল্যুভর মিউজিয়াম থেকে চুরি হয়ে গেল 'অমূল্য' রত্ন
  • প্যারিসের ল্যুভ জাদুঘরে সাত মিনিটের ডাকাতি,লুট হলো 'অমূল্য' গয়না

ক্লদ মনের ক্যানভাস

চিত্রকর্মের অমর ধারা ইমপ্রেশনিজমের পুরোধা, সে আন্দোলনের মনে এতটাই ওতপ্রোতভাবে জড়িত যে, ইমপ্রেশনিজম নামটাই নেওয়া হয়েছিল তার এক ইতিহাস সৃষ্টিকারী চিত্রকর্ম থেকে, যার নাম ‘ইমপ্রেশন, সানরাইজ’ (ফরাসি: আমপেসিওঁ, সোলেই লোভাঁ)। আজ সেই ক্লদ মনের জন্মদিন। ১৮৪০ সালের ১৪ নভেম্বর জন্মেছিলেন তিনি।
তারেক অণু
14 November, 2024, 09:50 pm
Last modified: 16 November, 2024, 05:09 pm
ক্লদ মনের আঁকা ‘নাফিয়া’ সিরিজের চিত্রকর্ম। ছবি: তারেক অণু

শিশু খেলে যায় বিশ্ব লয়ে আনমনে সৃষ্টি সুখের উল্লাসে। আমরা অবাক হই, শিহরিত হই, সৌন্দর্যের জন্ম দেখে কেঁপে উঠি, ভালো লাগায় আপ্লুত হই। কিন্তু অবাক শিশু নিজের মনে ব্যস্ত, বিশাল ক্যানভাসে মনের মাধুরী মিশিয়ে বিশ্বের পরিচিত রূপকে অজানা রূপে, অদেখা ভাবে নব নব আঙ্গিকে এঁকে যান তিনি।

ক্লদ মনের আঁকা ‘নাফিয়া’ সিরিজের চিত্রকর্ম। ছবি: তারেক অণু

পদ্মপুকুরের টলটলে জলে হাওয়া খেলে যায়। তিরতির তরঙ্গের নিয়মিত ওঠানামা, পদ্মকুড়ির আলতো কেঁপে ওঠা, সদ্য পাপড়ি মেলা গোলাপি সুন্দরের আকর, জলজ লাজুক লতা আর কারও নজরে আসে না — তার বাদে। তিনি নিজেই দেখেন, উপভোগ করে তৃপ্ত থাকেন না, আমাদের জন্য এঁকে যান একের পর এক ক্যানভাসে জীবন্ত চিত্র, অমর করে রাখেন তার স্বপ্নের পদ্মপুকুরকে।

অবাক শিশুটির নাম ক্লদ মনে।

ক্লদ মনের আঁকা ‘নাফিয়া’ সিরিজের চিত্রকর্ম। ছবি: তারেক অণু

চিত্রকর্মের অমর ধারা ইমপ্রেশনিজমের পুরোধা, সে আন্দোলনের মনে এতটাই ওতপ্রোতভাবে জড়িত যে, ইমপ্রেশনিজম নামটাই নেওয়া হয়েছিল তার এক ইতিহাস সৃষ্টিকারী চিত্রকর্ম থেকে, যার নাম 'ইমপ্রেশন, সানরাইজ' (ফরাসি: আমপেসিওঁ, সোলেই লোভাঁ)।

পদ্মপুকুরের সামনে ক্লদ মনে। ১৯০৫, জিভানি, ফ্রান্স। ছবি: জ্যাক-আর্নেস্ত বুলোজ

কিন্তু মনে খুব বেশি পরিচিত নাম প্রকৃতির মাঝে গিয়ে নিসর্গে অবগাহন করে তা ক্যানভাসে ফুটিয়ে তোলার জন্য। বিশেষ করে তার পদ্মপুকুরের সিরিজটি হয়ে গেছে সুকুমার সুন্দরের অপার খনি। ২৫০টি অতুলনীয় চিত্রকর্ম জগতকে উপহার দিয়েছিলেন মনে। সবই তার পদ্মপুকুর, সেখানের সেতু, ফুল, গাছ, লতা, জল, মেঘ, ছায়া নিয়ে; এদের নাম নাফিয়া (জলপদ্ম)। একই বিষয় মনে হতো আপাতদৃষ্টিতে, কিন্তু আসলেই কি তা-ই? না-কি ২৫০টি ফ্রেমে খোদাই করা হয়েছে ২৫০টি গল্প; জীবনের প্রতিদিনের মতোই, ভীষণ রকম এক, অথচ গভীরভাবে আলাদা।

ক্লদ মনের আঁকা ‘নাফিয়া’ সিরিজের চিত্রকর্ম। ছবি: তারেক অণু

যাক, সে তুলির আঁচড়, রঙের গভীরতা, নানা স্তরের ব্যবহারের আলোচনা বোদ্ধা এবং খাঁটি শিল্পরসিকদের জন্য তোলা থাক। আমরা যারা সুন্দর পছন্দ করি, জীবনকে ভালোবাসি, সবকিছুর মাঝে ভালো লাগা খুঁজি, তারা ঘুরে আসি খানিকের জন্য প্যারিসের মিউজে দো ল'হঁজাই (অরেঞ্জ মিউজিয়াম) থেকে।

প্রতিদিন নিয়মিতভাবে বিশ্বের সবচেয়ে বড় লাইনটি হয় ল্যুভর জাদুঘরে মোনালিসা দেখার জন্য, তার উলটো পাশে আরেক মহাবিখ্যাত জাদুঘর মিউজে দ'হসে, সেখানেও লাখো লোকের সমাগম সারা বছর।

ফ্রান্সের অরেঞ্জ মিউজিয়ামে (মিউজে দো ল’হঁজা) শোভা পাচ্ছে ক্লদ মনের আঁকা ‘নাফিয়া’ সিরিজ। ছবি: তারেক অণু

এ দুই প্রবল পরাক্রমশালী সংগ্রহশালার মাঝে অজস্র সম্পদ নিয়েও এ জাদুঘরটি (অরেঞ্জ মিউজিয়াম) থাকে কিছুটা অবহেলার শিকার হয়ে। কিন্তু যারা আসলেই আইফেল টাওয়ার এবং মোনালিসার জন্য বিরক্তিকর হুড়োহুড়িতে না মেতে প্যারিস উপভোগ করতে আসেন, বিশ্বের সকল শিল্পীর মাতৃভূমির আত্মা ছুঁতে চান, তারা ঠিকই খোঁজ নিয়ে আসেন পেইন্টিং জগতের তাজমহল এ জাদুঘরের কথা।

ক্লদ মনের আঁকা ‘নাফিয়া’ সিরিজের চিত্রকর্ম। ছবি: তারেক অণু

এখানে বিশেষভাবে নির্মিত দুটি ডিম্বাকৃতি কক্ষের দেওয়ালে ঠাঁই পেয়েছে ৮টি বিস্ময় — ক্লদ মনের আঁকা সেই পদ্মপুকুর, কিন্তু বিশাল বিস্তৃত ক্যানভাসে দুর্লভ ডিটেইলে।

অনেক বিশ্বসম্পদ আছে এখানে। সেজান, মাতিস, মদিগিলিয়ানি, পিকাসো, রেনোয়া, সিসলে, স্যুটিন, রুশ্যো — অনেকেরই চোখভোলানো কাজ। কিন্তু দিনের শেষে যেমন বিশ্বব্রহ্মাণ্ড ভুলে বাড়ির পাশের নারকেল পাতায় কাঁপতে থাকা চিরল রোদ মনের পর্দা জুড়ে থাকে অবাক ভালোবাসায়, তেমনি সেদিন সবকিছুর পরে মনজুড়ে ছিল সেই ৮টি ক্যানভাস, ৮টি গল্প, ৮টি বর্ণীল সৃষ্টি, ৮টি জীবন।

ফ্রান্সের অরেঞ্জ মিউজিয়ামে (মিউজে দো ল’হঁজা) ক্লদ মনের আঁকা ‘নাফিয়া’ সিরিজ। ছবি: তারেক অণু

১৯২২ সালে বিশেষভাবে পুনঃনির্মিত জাদুঘরটির এ দুই ডিম্বাকার কক্ষের দেওয়ালে স্থাপনের জন্য ক্লদ মনের সঙ্গে কর্তৃপক্ষের চুক্তি হয়। তার পরামর্শক্রমে দেওয়ালের গড়ন, আলোর আসার পথ ইত্যাদি ঠিক করার পর কথা ছিল, সে বছরেই মনে তার বিশাল ক্যানভাসগুলো সমাপ্ত করে জাদুঘরে দেবেন।

ফ্রান্সের অরেঞ্জ মিউজিয়ামে (মিউজে দো ল’হঁজা) ক্লদ মনের আঁকা ‘নাফিয়া’ সিরিজ। ছবি: তারেক অণু

কিন্তু অজানা কোনো কারণে চিরতরুণ শিল্পী তার প্রাণপ্রিয় শেষজীবনের কাজগুলোকে কখনই হাতছাড়া করেননি। ১৯২৬ সালের ৫ ডিসেম্বর, তার মহাপ্রয়াণের মুহূর্ত পর্যন্ত এ কাজগুলো তার সঙ্গেই ছিল। পরের বছর তা জাদুঘর কর্তৃপক্ষ জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়।

ক্লদ মনের আঁকা ‘নাফিয়া’ সিরিজের চিত্রকর্ম। ছবি: তারেক অণু

রুমের মাঝখানে সোফা, যাতে বসে আপনি হারিয়ে যেতে পারেন সেই অপার সুরমূর্ছনায়, যা ফ্রেমের মাঝে আটকাতে সমর্থ হয়েছিলেন মনে। বলা হয়, শিল্পীজীবনের প্রথম থেকেই এমন বিশাল ব্যপ্তির কাজ করতে চেয়েছিলেন মনে। কিন্তু তা সম্ভব হয়নি অর্থ আর ক্রেতার অভাবে।

তাই শেষজীবনে এসে তার কাজে কদর হবে এ নিশ্চয়তার পর আরেকবার দেখিয়েছিলেন শিল্পীর জাত, চিনিয়েছিলেন নিজের তুলি।

ছবি: তারেক অণু

ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত, চোখে ছানি পড়া একজন ৮২ বছর বয়সি মানুষের কতখানি জীবনতৃষ্ণা থাকলে, শিল্পের প্রতি ভালোবাসা থাকলে, রংতুলির প্রতি মমত্ববোধ থাকলে এমন রঙে আচ্ছন্ন করা যায় জীবনের ক্যানভাস — তা ভেবে আপ্লুত হতে হয় প্রতিটি পেইন্টিং দেখার সময়।

তখন তো তার জগৎজোড়া খ্যাতি, অর্থের চাহিদা নেই, সবকিছুই তার হাতের মুঠোয়। তখনও কেন শিল্পসৃষ্টির এ প্রবল বন্ধুর পথ বেছে নিয়েছিলেন ক্লদ মনে? উত্তরটা সহজ — এ ছিল তার জীবন, এর চেয়ে মহত্তর কোনো উদ্দেশ্য তার হতে পারে না, যেমন হতে পারে না সুখী হওয়ার উপায়।

এইই বলার ছিল আমার অসাধারণ সেই আটটি সৃষ্টি নিয়ে। এখানেই সার্থক ক্লদ মনের তুলির আঁচড়, যা নিয়ে বলা শেষ হবে না কখনোই। যুগ-যুগান্তরে মানুষ তাদের নিয়ে আলোচনা করেই যাবে, অবলোকন করবে বিমূঢ় বিস্ময়ে।

Related Topics

টপ নিউজ

মনে / ক্লদ মনে / ক্লদ মোনে / চিত্রকর্ম / ফরাসি চিত্রকর্ম / জাদুঘর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এএফপি
    ৭,৮০০ কোটি গাছ লাগিয়েছে চীন; তাতেই নষ্ট করেছে নিজেদের পানিচক্রের ভারসাম্য
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার পর ৫৭,৫৭৬ কোটি টাকা লোকসান দেখাল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোলাম আযম-নিজামীদের প্রতিকৃতি মুছে দিল প্রশাসন, 'জানেন না' প্রক্টর
  • ছবি: সংগৃহীত
    হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক
  • ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট
    ‘মামলা’ এড়াতে ট্রাফিক কর্মীকে কয়েকশো মিটার টেনেহিঁচড়ে নিয়ে পালালেন সিএনজি চালক
  • পররাষ্ট্র মন্ত্রণালয়। ছবি: বাসস
    ভারতীয় হাইকমিশনারকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়

Related News

  • লাওহে ওয়া কালাম: চিত্রশিল্পী মকবুল ফিদা স্মরণে দোহায় উদ্বোধন হলো জাদুঘর
  • ক্লিম্টের 'পোট্রেট অব এলিজাবেথ লেডারার' চিত্রকর্মটি কেন ২৩৬ মিলিয়ন ডলারে বিক্রি হলো?
  • নারী শিল্পীদের আঁকা ছবির দাম পুরুষ শিল্পীদের চেয়ে কম হয় কেন?
  • মাত্র চার মিনিটেই যেভাবে ল্যুভর মিউজিয়াম থেকে চুরি হয়ে গেল 'অমূল্য' রত্ন
  • প্যারিসের ল্যুভ জাদুঘরে সাত মিনিটের ডাকাতি,লুট হলো 'অমূল্য' গয়না

Most Read

1
ছবি: এএফপি
আন্তর্জাতিক

৭,৮০০ কোটি গাছ লাগিয়েছে চীন; তাতেই নষ্ট করেছে নিজেদের পানিচক্রের ভারসাম্য

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার পর ৫৭,৫৭৬ কোটি টাকা লোকসান দেখাল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোলাম আযম-নিজামীদের প্রতিকৃতি মুছে দিল প্রশাসন, 'জানেন না' প্রক্টর

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

5
ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট
বাংলাদেশ

‘মামলা’ এড়াতে ট্রাফিক কর্মীকে কয়েকশো মিটার টেনেহিঁচড়ে নিয়ে পালালেন সিএনজি চালক

6
পররাষ্ট্র মন্ত্রণালয়। ছবি: বাসস
বাংলাদেশ

ভারতীয় হাইকমিশনারকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2025
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net