প্যারিসের ল্যুভ জাদুঘরে সাত মিনিটের ডাকাতি,লুট হলো 'অমূল্য' গয়না

ফ্রান্সের রাজধানী প্যারিসের বিশ্ববিখ্যাত ল্যুভ জাদুঘরে একটি চুরির ঘটনা ঘটেছে। রোববার (১৯ অক্টোবর) সকালে তিন জন মুখোশধারী ব্যক্তি জাদুঘরের অ্যাপোলো গ্যালারি থেকে 'অমূল্য' গয়না ডাকাতি করে নিয়ে যায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ সারাদিনের জন্য জাদুঘরটি বন্ধ করে দিয়েছে।
ফরাসি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, জাদুঘর খোলার কিছুক্ষণ পরেই চোরেরা একটি পণ্যবাহী লিফট ব্যবহার করে অ্যাপোলো গ্যালারিতে প্রবেশ করে। সেখানে ফ্রান্সের ঐতিহাসিক রাজকীয় অলঙ্কারের একটি অংশ সংরক্ষিত ছিল। ধারণা করা হচ্ছে, চোরেরা ছোট করাত দিয়ে ডিসপ্লে কেস ভেঙে ফেলে এবং মাত্র সাত মিনিটের মধ্যে তাদের অভিযান শেষ করে একটি স্কুটারে করে পালিয়ে যায়।
ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রী রাশিদা দাতি এক বিবৃতিতে জানিয়েছেন, এই ঘটনায় কেউ আহত হননি এবং পুলিশ ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে।
তিনি আরও বলেন, চুরি যাওয়া গয়নাগুলোর ঐতিহাসিক ও সাংস্কৃতিক মূল্য অপরিসীম।
জাদুঘর কর্তৃপক্ষ তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, 'বিশেষ কারণে' জাদুঘরটি সারাদিনের জন্য বন্ধ রাখা হবে। ঘটনার সময় জাদুঘরের ভেতরে থাকা দর্শক ও কর্মীদের নিরাপত্তার জন্য সাময়িকভাবে প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল।
উল্লেখ্য, ল্যুভ বিশ্বের বৃহত্তম জাদুঘর, যেখানে লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত 'মোনালিসা' সহ ৩৫,০০০-এর বেশি শিল্পকর্ম রয়েছে। প্রতিদিন গড়ে প্রায় ৩০,০০০ দর্শক এই জাদুঘরটি পরিদর্শন করেন।