মাত্র চার মিনিটেই যেভাবে ল্যুভর মিউজিয়াম থেকে চুরি হয়ে গেল 'অমূল্য' রত্ন

ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত বিশ্ববিখ্যাত ল্যুভর মিউজিয়াম (জাদুঘর) থেকে 'অমূল্য' গয়না চুরি হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, দিনদুপুরে চোরেরা শক্তিশালী যন্ত্র ব্যবহার করে জাদুঘরে প্রবেশ করে। পরে তারা আটটি অত্যন্ত দামী গয়না নিয়ে স্কুটারে চড়ে পালিয়ে যায়।
চুরির ঘটনাটি ঘটে রোববার স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিট থেকে ৯টা ৪০ মিনিটের মধ্যে, দর্শনার্থীদের জন্য জাদুঘরের দরজা খোলার কিছুক্ষণের মধ্যেই।
চারজন চোর একটি গাড়িতে বসানো যান্ত্রিক লিফট ব্যবহার করে সেন নদীর ধারে থাকা একটি বারান্দা দিয়ে 'গ্যালারি অফ অ্যাপোলো'-তে প্রবেশের পথ তৈরি করে। ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, গাড়ির সঙ্গে লাগানো একটি মই প্রথম তলার জানালার দিকে উঠানো ছিল।
এরপর দুই চোর ব্যাটারি চালিত কাটার দিয়ে কাচ কেটে ভেতরে ঢোকে। তারা নিরাপত্তারক্ষীদের হুমকি দেয়, ফলে রক্ষীরা সবাইকে সরিয়ে নেয়। এরপর চোরেরা দুটি কাচের প্রদর্শনী বাক্স ভেঙে গয়না নিয়ে পালিয়ে যায়।
ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, জাদুঘরের অ্যালার্ম বাজতে শুরু করলে কর্মীরা নিয়মমাফিক নিরাপত্তা বাহিনীর সঙ্গে যোগাযোগ করেন এবং দর্শনার্থীদের সুরক্ষায় ব্যবস্থা নেন।
বিবৃতিতে আরও জানানো হয়, চোরেরা বাইরে তাদের গাড়িতে আগুন দিতে চেয়েছিল, তবে এক কর্মীর হস্তক্ষেপে তা ব্যর্থ হয়।
যেভাবে চুরির ঘটনা ঘটল
সংস্কৃতিমন্ত্রী রচিদা দাতি ফরাসি সংবাদমাধ্যম টিএফ১-কে জানান, চুরির সময়কার ভিডিওতে দেখা গেছে মুখোশধারী চোররা একেবারে শান্তভাবে ভেতরে ঢুকে গয়না রাখা প্রদর্শনী বাক্স ভেঙে ফেলে।
ঘটনায় কেউ আহত হয়নি। দাতি বলেন, 'কোনো সহিংসতা ছিল না, সবকিছু ছিল অত্যন্ত পেশাদারভাবে করা।'
তিনি আরও জানান, চোরেরা ছিলেন অভিজ্ঞ এবং আগে থেকেই পরিকল্পনা করে এসেছিলেন, যাতে দুটি স্কুটারে করে দ্রুত পালিয়ে যেতে পারেন।
তদন্তকারীরা চারজন সন্দেহভাজনের খোঁজে আছেন এবং পালানোর পথের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন।
রচিদা দাতি বলেন, 'চুরির খবর পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই কর্তৃপক্ষ পৌঁছায়।' তিনি আরও বলেন, 'পুরো ঘটনা প্রায় চার মিনিটের মধ্যে শেষ হয়েছে—অত্যন্ত দ্রুত।'
এক প্রত্যক্ষদর্শী জানান, জাদুঘর খালি করার সময় সেখানে 'পুরোপুরি আতঙ্কের' পরিবেশ তৈরি হয়েছিল। পরে ছবিতে দেখা যায়, প্রবেশপথগুলো ধাতব গেট দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।
যা যা চুরি হলো
কর্তৃপক্ষের তথ্যমতে, মোট আটটি গয়না চুরি হয়েছে—এর মধ্যে রয়েছে মুকুট, হার, দুল ও ব্রোচ। সবকটিই উনবিংশ শতাব্দীর এবং একসময় ফরাসি রাজপরিবার বা সম্রাটদের সম্পত্তি ছিল।
ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, চুরি হওয়া গয়নাগুলোর মধ্যে রয়েছে—
- রানি মেরি-এমেলি ও রানি অর্তঁসের গয়নার সেটের টিয়ারা,
- একই নীলকান্তমণির সেটের হার,
- সেই সেটের একটি দুল,
- সম্রাজ্ঞী মেরি-লুইজের পান্নার হার,
- মেরি-লুইজের একজোড়া পান্নার দুল,
- 'রেলিকুয়ারি ব্রোচ' নামে পরিচিত একটি বিশেষ ব্রোচ,
- সম্রাজ্ঞী ইউজেনির টিয়ারা,
- এবং সম্রাজ্ঞী ইউজেনির আরেকটি বড় ব্রোচ।
এই সব গয়নাই হাজার হাজার হীরা ও দামী রত্নে সজ্জিত।

ঘটনাস্থলের কাছেই পাওয়া গেছে আরও দুটি বস্তু—এর মধ্যে আছে সম্রাজ্ঞী ইউজেনির মুকুট। সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, সম্রাজ্ঞী ইউজেনির মুকুট জাদুঘরের প্রাচীরের বাইরে উদ্ধার করা হয়েছে। চোরেরা পালানোর সময় সেটি পড়ে গিয়েছিল। কর্তৃপক্ষ সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে কি-না পরীক্ষা করছে।

স্বরাষ্ট্রমন্ত্রী লোঁর নিউনেজ বলেছেন, এসব গয়না 'অমূল্য' এবং ফ্রান্সের 'অমূল্য ঐতিহ্যের অংশ'।
পূর্বের চুরির ঘটনা
অতি সুরক্ষিত ল্যুভরে চুরির ঘটনা এবারই প্রথম নয়। ১৯১১ সালে লিওনার্দো দ্য ভিঞ্চির বিখ্যাত 'মোনালিসা' চিত্রকর্ম জাদুঘর থেকে চুরি হয়।
জাদুঘরের এক ইতালীয় কর্মী নিরব গ্যালারির দেয়াল থেকে সরাসরি চিত্রকর্মটি নামিয়ে কোটের নিচে লুকিয়ে নিয়ে যান। তখন ছবিটি তেমন পরিচিতও ছিল না।
দুই বছর পর চিত্রকর্মটি উদ্ধার হয়। পরে ওই কর্মচারী বলেন, তার বিশ্বাস ছিল লিওনার্দো দ্য ভিঞ্চির এই শ্রেষ্ঠকর্ম ইতালিতেই থাকা উচিত।
এখন অবশ্য 'মোনালিসা' বিশ্বের সবচেয়ে বিখ্যাত ছবিগুলোর একটি। এটি রাখা আছে উচ্চ নিরাপত্তাসম্পন্ন কাচের ঘরে।
১৯৯৮ সালে ১৯ শতকের চিত্রশিল্পী কামিল কোরোর 'লো শেম্যাঁ দ্য সেভ্র চিত্রকর্মটি এখান থেকে চুরি হয়েছিল, যা আজও উদ্ধার হয়নি। এ ঘটনার পর জাদুঘরের নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি নতুন করে সাজানো হয়।
সম্প্রতি ফ্রান্সজুড়ে জাদুঘরে চুরির ঘটনা বেড়েছে। গত মাসে লিমোজ শহরের আদ্রিয়াঁ দ্যুবুশে জাদুঘরে ঢুকে চোরেরা প্রায় ৯৫ লাখ ইউরো (প্রায় ১১ মিলিয়ন ডলার) মূল্যের পোর্সেলিন শিল্পকর্ম চুরি করে।
২০২৪ সালের নভেম্বরে প্যারিসের কোন্যাক-জে জাদুঘর থেকে ঐতিহাসিক সাতটি বস্তু চুরি হয়েছিল, যার মধ্যে পাঁচটি সম্প্রতি উদ্ধার হয়েছে।
একই মাসে বারগুন্দি অঞ্চলের হিয়েরোঁ জাদুঘরে অস্ত্রধারী ডাকাতরা হামলা চালায়। তারা গুলি ছুড়ে ২০ শতকের কয়েক মিলিয়ন পাউন্ড মূল্যের শিল্পকর্ম নিয়ে পালিয়ে যায়।