ছবির গল্প: ২০২০, টাইম ম্যাগাজিনের বর্ষসেরা পোর্ট্রেট
করোনাভাইরাস মহামারির দাপটে মাস্ক পরতে বাধ্য এখনো আমরা। তবু মুখের ভাষায় ফুটে ওঠে মানুষের মনের ছবি, এমনটা বলে থাকেন অনেকে।

মেগান থি স্টেলিয়ন। 'টাইম ১০০ মোস্ট ইনফ্লুয়েন্স পিপল' তালিকায় জায়গা করে নেওয়া এই আমেরিকা র্যাপারের ছবিটি 'টাইম' ম্যাগাজিনের ৫ অক্টোবর সংখ্যায় ছাপা হয়েছে। ছবি: ডানা শ্রাগস
২০২০ সাল জুড়ে বেশিরভাগ মানুষকেই মুখঢাকা অবস্থায় দেখা গেছে। করোনাভাইরাস মহামারির দাপটে মাস্ক পরতে বাধ্য এখনো আমরা। তবু মুখের ভাষায় ফুটে ওঠে মানুষের মনের ছবি, এমনটা বলে থাকেন অনেকে।
বিশ্বের যে ক'টি গণমাধ্যমে ছাপা হওয়া মুখের ছবি বা পোর্ট্রেট ফটোগ্রাফি বেশ সমাদর ও পরিচিতি পায়, যুক্তরাষ্ট্রের বিখ্যাত 'টাইম' ম্যাগাজিন তার অন্যতম।
দেখতে দেখতে ফুরিয়ে আসছে ২০২০ সাল। এ বছর ম্যাগাজিনটিতে ছাপা হওয়া কিছু পোর্ট্রেট ফটোগ্রাফি নিয়ে এ আয়োজন।

জো বাইডেন। নবনির্বাচিত আমেরিকান এই প্রেসিডেন্টের এই ছবি ২১ জানুয়ারি, আইওয়ার ফোর্ট ডজে নিজ সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় তোলা। ছবি: সেপ্টেম্বর ডন বটমস

বিলি পোর্টার। 'টাইম ১০০ মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল' তালিকায় জায়গা পেয়েছেন আমেরিকান এ অভিনেতাও। ছবি: পলা কুডাচকি

কমলা হ্যারিস। নবনির্বাচিত মার্কিন ভাইস প্রেসিডেন্টের এই ছবি গত বছরের অক্টোবরে, লস অ্যাঞ্জেলেসে তোলা। ছবিটি 'টাইম ১০০ মোস্ট ইনফ্লুয়েন্সিয়া পিপল' সংখ্যা, অর্থ্যাৎ এ বছরের ৫ অক্টোবর ছাপা হয়েছে। ছবি: নলওয়েন সিফুয়েন্টস

কিং ও সেসি। ১৭ বছর বয়সী এই কিশোর-কিশোরীর ছবিটি গত বছর তোলা। এ বছরের ৩ ফেব্রুয়ার প্রকাশিত 'চিলড্রেন অব দ্য রেভুলেশন' সংখ্যায় ছাপা হয়েছে এটি। ছবি: অ্যাডাম ফারগুসন

এডিসন। ২০১৯ সালে তোলা ১৯ বছর বয়সী এই কিশোরের ছবিও ছাপা হয়েছে এ বছরের 'চিলড্রেন অব রেভুলুশন' সংখ্যায়। ছবি: অ্যাডাম ফারগুসন

অ্যামি ও'সুলিভ্যান। ১৮ বছর বয়সী এই নার্স করোনাকালে যুক্তরাষ্ট্রের ব্রুকলিনের উইকফ হাইটস মেডিক্যাল সেন্টারে দায়িত্ব পালন করছেন। তার ছবিটি ৫ অক্টোবর, 'টাইম ১০০ মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল' সংখ্যায় ছাপা হয়েছে। ছবি: পলা কুডাচকি

ক্যামেরন গর্ডন। ১৬ বছর বয়সী এই কিশোর পরেন বেন্টন হারবার হাই স্কুলে। ছবিটি ছাপা হয়েছে 'ইনভিজিবল লাইনস' স্টোরিতে, ২ মার্চ সংখ্যায়

জাস্টিন সুই। 'ফেসিং রেসিজম' স্টোরিতে, ৬ জুলাই সংখ্যায় তার ছবি। ছবি: হারুকা সাকাগুচি

হান্না হুয়াং। 'ফেসিং রেসিজম' সংখ্যায় ছাপা হয়েছে তার ছবিও। ছবি: হারুকা সাকাগুচি

শেরিল চাটার। ৫১ বছর বয়সী এই নারীর ছবিটি স্ট্যামফোর্ডে, তার ছেলের বাড়িতে তোলা। ১৭ মার্চ তিনি কোভিড আক্রান্ত হন। ধারণা করছেন, মার্চের শুরুতে একটি জন্মদিনের উৎসবে যোগ দিয়েই ভাইরাসটির শিকার হয়েছেন তিনি। ছবি: অ্যাঞ্জেলা স্ট্রসহেইম

তানিয়া বেকফোর্ড। "মোস্ট নার্সিং হোম ওয়ার্কারস ইন নিউ সার্ভে সে 'লাইফ ইজ অ্যাট রিস্ক' ডেইলি ফ্রম করোনাভাইরাস" স্টোরিতে, ৯ জুন ছাপা হয় তার ছবি। ছবি: এরিক ম্যাডিগান হেক

লুসিয়া বুরিচেল্লি। ২০ মার্চ সংখ্যায়, "হোয়াট ইট'স লাইক লিভিং ইন ইতালি ডিউরিং করোনাভাইরাস লকডাউন" স্টোরিতে। ছবি: লুসিয়া বুরিচেল্লি

দ্য উইকেন্ড। কানাডিয়ান এ গায়কও জায়গা পেয়েছেন 'টাইম ১০০ মোস্ট ইনফ্লুয়েন্স পিপল' সংখ্যায়। ছবি: নাবিল এল্ডারকিন

হোসে আন্দ্রেস। স্প্যানিশ এই রন্ধনশিল্পীর ছবি ৬-১৩ এপ্রিল সংখ্যায়, 'শেফ অন অ্যা মিশন' স্টোরিতে ছাপা হয়েছে। ছবি: মার্টিন শোলার
- সূত্র: টাইম ম্যাগাজিন