ছবিতে সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে ‘মার্চ ফর গাজা’
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যা ও নির্বিচার হামলার প্রতিবাদে রাজধানীতে আজ শনিবার (১২ এপ্রিল) 'মার্চ ফর গাজা' কর্মসূচি পালন করছে 'প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ' নামের একটি প্ল্যাটফর্ম।
ফিলিস্তিনের নিপীড়িত মানুষের প্রতি সংহতি জানিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এ কর্মসূচিতে দলে দলে মানুষ আসছে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে।
সকাল শাহবাগ, দোয়েল চত্বর ও নীলক্ষেতের দিক থেকে ছোট-বড় মিছিল নিয়ে আসছে সাধারণ মানুষ। সোহরাওয়ার্দী উদ্যানের প্রতিটি গেটে মানুষের ভিড়।
মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ছিল বাংলাদেশের জাতীয় পতাকা এবং ফিলিস্তিনের পতাকা।
ছবিতে দেখে নেওয়া যাক এই আয়োজন।













