ছবিতে বিশ্বব্যাপী ঈদ উদযাপন
দেশে দেশে ঈদ উদযাপনের কিছু ছবি দিয়ে একটি প্রতিবেদন করেছে যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি।
যুক্তরাজ্যের লন্ডনের বার্জেস পার্কে জামাতবদ্ধ হয়ে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন মুসলিম নারীরা। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আজ বাংলাদেশসহ এশিয়ার অনেক পালিত হচ্ছে ঈদুল ফিতর। মুসলমানদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব আসে এক মাসের কঠোর সিয়াম সাধনার পর। খবর বিবিসির
এর আগে গতকাল রোববার মধ্যপ্রাচ্যসহ উত্তর আফ্রিকার অনেক দেশে পালিত হয়েছে ঈদ। এদিন ইউরোপ ও দুই আমেরিকা মহাদেশের মুসলমানরাও ঈদ উদযাপন করেন।
দেশে দেশে ঈদ পালনের কিছু ছবি দিয়ে একটি প্রতিবেদন করেছে যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি।
রাশিয়ার রাজধানী মস্কোতে ঈদের নামাজ পড়ার প্রস্তুতি নিচ্ছেন মুসল্লিরা। ছবি: গেটি/ ভায়া বিবিসি
কেনিয়ার মোম্বাসায় ঈদ জামাতে অংশ নেন হাজারো মানুষ। ছবি: গেটি/ ভায়া বিবিসি
হানাদার ইসরায়েলের হাতে ধ্বংসপ্রাপ্ত এক মসজিদের প্রাঙ্গণেই নামাজ আদায় করছেন গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের ফিলিস্তিনিরা। ছবি: গেটি/ ভায়া বিবিসি
জেরুজালেমে আল-আকসা মসজিদের প্রাঙ্গণে ঈদের দিন স্বপরিবারে আসেন অনেক ফিলিস্তিনি। ছবি: গেটি/ ভায়া বিবিসি
পাকিস্তানের পেশোয়ার শহরের উপকন্ঠের এক মসজিদে ঈদের নামাজ আদায় করছেন আফগান শরণার্থীরা। ছবি: গেটি/ ভায়া বিবিসি
ইস্তাম্বুলের আয়া সোফিয়া গ্র্যান্ড মসজিদে ঈদের নামাজ আদায়ের পর ছবি তুলছেন তুর্কি নারীরা। ছবি: গেটি/ ভায়া বিবিসি
