ছবিতে বিশ্বজুড়ে ঈদুল ফিতর উদযাপন
রমজানের এক মাস সংযম ও ইবাদতের পর আজ বিশ্বের অনেক দেশের মুসলিম সম্প্রদায়ের জন্য আনন্দের দিন—ঈদুল ফিতর। বিশ্বের নানা প্রান্তে ধর্মপ্রাণ মুসলমানরা ঈদের জামাতে শামিল হয়ে একসঙ্গে মোনাজাত করছেন, কোলাকুলি করছেন প্রিয়জনদের সঙ্গে।
শাওয়াল মাসের চাঁদ দেখার পর সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, তুরস্ক, রাশিয়া, আলবেনিয়া, ইরান, সুদান, লেবানন, ইয়েমেন ও ফিলিস্তিনসহ বিভিন্ন দেশে ঈদ উদযাপিত হচ্ছে।
বর্ণ, গোত্র নির্বিশেষে বিশ্বের নানান সংস্কৃতির মুসলমান এই উৎসব উদযাপনে যোগ দিয়েছে। নানান দেশের নানান রঙের ছোঁয়ায় চলে ঈদ আয়োজন।
চলুন, দেখে নেওয়া যাক বিশ্বজুড়ে ঈদের এই প্রাণবন্ত উদযাপনের কিছু মুহূর্ত।









