পুলিশকে টার্গেট করেই বোমা হামলা: ডিএমপি কমিশনার

পুলিশকে টার্গেট করেই সায়েন্স ল্যাবইরেটরির বোমা হামলা ঘটানো হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
আজ রবিবার (১ সেপ্টেম্বর) ডিএমপির কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন।
এর কারণ হিসেবে ডিএমপি কমিশনার বলেন, ২০১৪-১৫ সালে আগুন সন্ত্রাস চলাকালে পুলিশ শক্ত অবস্থানে থাকায় সন্ত্রাসীরা দেশকে অস্থিতিশীল করতে পারে নি।
এছাড়া হলি আর্টিসান হামলার পর ধারাবাহিক অভিজানের মাধ্যমে জঙ্গীদের পুরো নেটওয়ার্ককে ভেঙ্গে দেয়া হয়েছে। একারণেই পুলিশকে টার্গেট করা হয়েছে।
তিনি বলেন, এর আগেও গুলিস্তান, রাজারবাগে পুলিশের ওপর হামলা করা হয়েছে। সেই ঘটনার তদন্তের অগ্রগতি আছে। যদিও তা এখনই বলা যাবে না।
রবিবার (১ সেপ্টেম্বর) সকালে সাইট ইন্টেলিজেন্সের এক প্রতিবেদনে বলা হয় আইএস এই বোমা হামলার দায় স্বীকার করেছে। এ বিষয়ে তিনি বলেন, সাইট ইন্টেলিজেন্সের দাবি কতটা সত্য, এর পেছনে দেশি-বিদেশি কোনো অভ্যন্তরীণ ষড়যন্ত্র আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, জঙ্গিদের সক্ষমতা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। তারপরও কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটছে। এ বিষয়ে পুলিশবাহিনী সজাগ আছে।
এছাড়া সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, রাজধানীর সাইন্স ল্যাবে পুলিশকে লক্ষ্য করেই বোমা হামলা করা হয়েছে। মন্ত্রী বলেন, এই হামলায় স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম টার্গেট ছিলেন না। এটি পুলিশের ওপর হামলা। এ ধরনের ছোট ছোট ঘটনার মধ্য দিয়ে একসময় যে এমপি-মন্ত্রী ও রাজনীতিবিদেরা টার্গেট হবে না তা বলা যায় না বলে মন্তব্য করেন তিনি।
জঙ্গিরা নিশ্চিহ্ন হয়ে যায়নি মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, জঙ্গিরা দুর্বল হয়েছে হয়তো কিন্তু নিশ্চিহ্ন হয়ে যায়নি। ছোট ধরনের ঘটনা নিয়ে জঙ্গিরা টেস্ট কেস করতে পারে, বড় ধরনের ঘটনা ঘটানোর জন্য। এ বিষয়ে সর্তকতা রয়েছে। তিনি আশা করেন পুলিশ এই চক্রকে অনুসন্ধান করার ক্ষেত্রে সফল হবে।
প্রসঙ্গত, শনিবার (৩১ আগস্ট) রাতে অজ্ঞাত সন্ত্রাসীরা সায়েন্স ল্যাব মোড়ে এলজিআরডি মন্ত্রীর গাড়ি লক্ষ্য করে হাতে তৈরি বোমা আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) ছুঁড়ে মারে। এতে মন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত দুজন পুলিশ সদস্য, এসআই শাহাবুদ্দিন ও কনস্টেবল আমিনুল আহত হন।
এ ঘটনায় শনিবার রাত পৌনে ১২টার দিকে নিউ মার্কেট থানার এসআই জহিরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ শের আলম।
আহত দুই পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আইএস এর দায় স্বীকার
এদিকে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) সায়েন্স ল্যাবে ঘটা হাতবোমা বিস্ফোরণের দায় স্বীকার করেছে।
জঙ্গিদের ওপর নজর রাখা যুক্তরাষ্ট্রের সংগঠন সাইট ইনটেল গ্রুপ তাদের এক টুইটার পোস্টে জানিয়েছে, বিস্ফোরণের কয়েকঘন্টা পরেই ঘটনার দায় স্বীকার করে নিয়েছে আইএস।