‘আমাকে বলার সুযোগ দেওয়া হয় না’- আক্ষেপ তামিমের

দীর্ঘদিন আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেন না তামিম ইকবাল। সংক্ষিপ্তম ফরম্যাট থেকে ছয় মাসের বিরতিতে আছেন তিনি। বাংলাদেশ ওপেনারের বিরতি শেষ হওয়ার বাকি দেড় মাসের মতো। এরপর কী তিনি টি-টোয়েন্টি ফিরবেন? সেটা বিরতি শেষে তামিমের মুখ থেকেই হয়তো জানা যাবে। কিন্তু এর আগেই তার টি-টোয়েন্টি খেলা নিয়ে বিসিবির অনেক কর্তাই অনেক কিছু বলে যাচ্ছেন।
বিষয়টি নিয়ে এক ধরনের আক্ষেপই করতে দেখা গেল তামিমকে। অভিজ্ঞ এই ওপেনার জানালেন, তার টি-টোয়েন্টি পরিকল্পনা নিয়ে অনেক অনেক কিছু বলে যাচ্ছেন। কিন্তু নিজের পরিকল্পনা নিয়ে তাকেই বলার সুযোগ দেওয়া হয় না। এ কারণে বিষয়টি নিয়ে কিছু বলতেই চান না তিনি। রোববার একটি মোবাইল ফোন কোম্পানির অনুষ্ঠানে এসব কথা জানান তামিম।
বাংলাদেশের হয়ে এক বছর তিন মাস টি-টোয়েন্টি খেলেন না তামিম। সর্বশেষ ২০২০ সালে মার্চে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেন তিনি। এরপর করোনাভাইরাসের কারণে খেলাধুলা বন্ধ থাকে লম্বা সময়। করোনা পরবর্তীতে চোটের কারণে মাঠের বাইরে থাকতে হয় তামিমকে। এরপর ফিট হলেও টি-টোয়েন্টিতে ফেরেননি তিনি। বিপিএল চলাকালীন ২৭ জানুয়ারি তামিম ঘোষণা দেন, ছয় মাস টি-টোয়েন্টি থেকে বিরতিতে থাকবেন তিনি।
এরপর কিছুদিন তামিমের টি-টোয়েন্টি খেলা নিয়ে আলোচনা ছিল না। কিন্তু আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রসঙ্গ উঠতেই জড়ানো হয় তামিমের নাম। বাংলাদেশ ওপেনারের টি-টোয়েন্টিতে ফেরা নিয়ে প্রায়ই প্রশ্ন করা হয় বিসিবির কর্তাদের কাছে।
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট চলাকালীন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপে তামিমকে খেলানো কঠিন। কদিন আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, টি-টোয়েন্টিতে তামিমকে ফিরে পাওয়ার সম্ভাবনা কম।
তামিমের আপত্তির জায়গা এখানেই। টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা জানতে চাইলে অভিজ্ঞ এই ব্যাটসম্যান বলেন, 'টি-টোয়েন্টি নিয়ে আমার যে পরিকল্পনা, সেটা তো আমাকে বলার সুযোগই দেওয়া হয় না। হয় আপনারা (সংবাদমাধ্যম) বলে দেন, নয়তো অন্য কেউ বলে দেয়। তো এভাবেই চলতে থাকুক। আমাকে তো বলার সুযোগ দেওয়া হয় না।'
এতদিন ধরে ক্রিকেট খেলার পর তার সঙ্গে এমন হওয়াটা উচিত নয় বলে মনে করেন তামিম। ওয়ানডে অধিনায়কের ভাষায়, 'এতদিন ধরে আমি ক্রিকেট খেলি, আমি এটা ডিজার্ভ করি না। আমি কী চিন্তা করি না করি, এটা আমার মুখ থেকে শোনা… (উচিত)। হয় আপনারা কোনো ধারণা দিয়ে দেন, নয়তো অন্য কেউ এসে বলে দেয়। যখন বলেই দেয়, তখন আমার তো কিছু বলার নেই।'
২০০৭ সাল থেকে বাংলাদেশের হয়ে ৭৪টি টি-টোয়েন্টি খেলেছেন তামিম। একটি সেঞ্চুরি ও ৭টি হাফ সেঞ্চুরিসহ ২৪.৬৫ গড়ে ১ হাজার ৭০১ রান করেছেন তিনি, যা বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ। তামিমই বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান, যার টি-টোয়েন্টিতে সেঞ্চুরি আছে।