প্রিমিয়ার লিগ শুরুর আগে ‘ঠিকঠাক পারিশ্রমিকের’ আকুতি তামিম-মোসাদ্দেকদের

বাংলাদেশের ক্রিকেটে এখন ঘরোয়া কোনো টুর্নামেন্ট আয়োজন মানেই যেন সেখানে আলোচনার প্রধান বিষয়বস্তু ক্রিকেটারদের পারিশ্রমিক। সর্বশেষ বিপিএলজুড়ে পারিশ্রমিক নিয়ে নানা ধরনের বিপত্তি দেখা গেছে। পারিশ্রমিক কমিয়ে আসরটিতে খেলতে রাজি হওয়ার পরও ঠিকভাবে পারিশ্রমিক পাননি কয়েকটি দলের ক্রিকেটাররা। এবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও অনেকটা একই অবস্থা। এ কারণে আসর শুরুর আগের দিন কয়েকবার করে পারিশ্রমিকের নিশ্চয়তা চাইলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম ইকবাল। তার সঙ্গে সুর মেলালেন বাকি অধিনায়করাও।
আগামী ৩ মার্চ মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসর। এর আগে আজ শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১২ দলের অধিনায়ক নিয়ে অনুষ্ঠিত হলো ট্রফি উন্মোচন। এবারের আসর নিয়ে বলতে বলা হলে বেশিরভাগ অধিনায়ক উল্লেখ করেন পারিশ্রমিকের বিষয়টি। সবারই চাওয়া, ক্রিকেটারদের পাওনা যেন ঠিকভাবে বুঝিয়ে দেওয়া হয়।
রাজনৈতিক পট পরিবর্তনের পর পরিস্থিতি বিবেচনায় প্রিমিয়ার লিগের সব দলই এবার পারিশ্রমিক কমিয়েছে, অর্ধেকেরও বেশি পারিশ্রমিক কমানো হয়েছে। আগের আসরে ৩০-৪০ লাখ টাকা পারিশ্রমিক পাওয়া ক্রিকেটাররা এবার ১০ লাখও পাচ্ছেন না। ৭০-৮০ লাখ পাওয়া ক্রিকেটাররাও পাচ্ছেন অর্ধেক পারিশ্রমিক। এসব মেনে নিয়েই খেলতে রাজি হয়েছেন ক্রিকেটাররা। তাদের চাওয়া, পারিশ্রমিক যেন ঠিক সময়ে বুঝে পান তারা।
মোহামেডানের নেতৃত্ব পাওয়া তামিম বলেন, 'আমি সব সময় মনে করি, প্রিমিয়ার লিগ হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের মেরুদণ্ড। খেলা ভালো হোক, আম্পায়ারিং ভালো হোক, এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে খেলোয়াড়দের পারিশ্রমিকের যেন নিশ্চয়তা থাকে। আমার তরফ থেকে আমার এতোটুকুই চাওয়া থাকবে। আমরা জানি আমাদের দেশের পরিস্থিতি একটু ভিন্ন।'
'তবে সেটা যাই হোক না কেন, সব দিক থেকেই খেলোয়াড়রা ভুগেছে, বিপিএল বলেন আর প্রিমিয়ার লিগ বলেন। আশা করবো যে প্রতিশ্রুতি ক্লাবগুলো করেছে, সেই অনুযায়ী যেন প্রত্যেকটা খেলোয়াড় তাদের পারিশ্রমিক পায়, সেটাই হবে মূল গুরুত্ব। এর বাইরে চাইবো ভালো ক্রিকেট হোক, পাশাপাশি আম্পায়ারিং নিয়ে নিয়ে আলোচনা হয়, সেগুলো বোর্ড যত্ন নিক। আমরা যেন ভালোভাবে লিগটা শেষ করতে পারি। আবার বলবো আমার মূলত গুরুত্ব হচ্ছে খেলোয়াড়দের পারিশ্রমিক পুরোপুরি পরিশোধ করা।' যোগ করেন তিনি।
কয়েক বছর ধরে আবাহনীর অধিনায়কত্ব করে আসা মোসাদ্দেক হোসেন সৈকতও একই সুরে কথা বলেন। তার ভাষায়, 'আমাদের জন্য এই বছরটা চ্যালেঞ্জিং। তামিম ভাই যেহেতু উল্লেখ করেছেন পেমেন্ট ইস্যুটা, এটা বড় একটা ইস্যু। এ কারণে আমরা অনেকগুলো খেলোয়াড়কে ধরে রাখতে পারিনি এ বছর। আমার কাছে মনে হয়, আমাদের দারুণ কিছু খেলোয়াড় আছে, যাদের নিয়ে আমরা সামনের দিকে যেতে পারবো এবং ভালো ফল করতে পারবো। তবে আমার কাছে মনে হয়, ঢাকা লিগে সবচেয়ে বড় পেমেন্ট ইস্যু। খেলোয়াড়দের সাথে যে কমিটমেন্টটা করা হয়েছে, খেলোয়াড়রা ছাড় দিয়ে পারিশ্রমিক কম নিয়ে খেলছে। ওই পরিমাণ পারিশ্রমিক যেন ক্লাবগুলো পরিশোধ করে, খেলোয়াড়রা যেন পুরো পাওনা পায়।'
গাজী গ্রুপ ক্রিকেটার্সের আর্মব্যান্ড পেয়েছেন এনামুল হক বিজয়। নেতা হিসেবে নিজের সেরা দিতে চান তিনি, অন্যদে র কাছ থেকেও চান সর্বোচ্চটা। ডানহাতি এই ব্যাটসম্যান বলেন, 'এই বছরও চেষ্টা করবো দলের হয়ে অবদান রাখান, সেরা পারফরম্যান্স বের করে আনার। গাজী একটা দারুণ নাম। যেটা শেষ অনেক বছর ধরে রাজত্ব করছে, ভালো ক্রিকেট খেলছে। আশা করি ভালো পারফরম্যান্স দিয়ে দলকে ভালো অবস্থায় নিয়ে যেতে পারবো।'
পারটেক্স স্পোর্টিং ক্লাবের অধিনায়কত্ব পেয়েছেন সাব্বির রহমান, নেতৃত্বে এটা তার জন্য নতুন সফর। নিজের লক্ষ্যের পাশাপাশি তিনিও কথা বলেন পারিশ্রমিকের বিষয়টি নিয়ে। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা ডানহাতি এই ব্যাটসম্যান বলেন, 'তামিম ভাই যেটা বললেন, এবারের লিগটা আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে। পেমেন্ট ইস্যুটা বড় ইস্যু। আমরা আশা করবো সবকিছু সুন্দরভাবে যেন হয়। আমি পারটেক্সের হয়ে খেলবো, অধিনায়ক হিসেবে নতুন অধ্যায় আমার জন্য। আশা করি সবার প্রত্যাশা পূরণ করতে পারবো।'
পারিশ্রমিক নিয়ে ক্রিকেটাররা আগে থেকেই শঙ্কা প্রকাশ করলেও এবারের আসর বিশেষভাবে আয়োজনের পরিকল্পনা বিসিবি। এবারের আসর সরাসরি সম্প্রচার করা হবে। গ্রুপ পর্বে প্রতিদিন চারটি ম্যাচ হবে, একটি ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে। বাকি ম্যাচগুলো বিসিবির ইউটিউব চ্যানেলে দেখানো হবে। এ ছাড়া প্রথমবারের মতো থার্ড আম্পায়ারের ব্যবস্থাও রাখা হচ্ছে।
বিসিবির পরিচালক ও ক্রিকেট কমিটির অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন বলেন, 'যেহেতু টিভি প্রোডাকশন হবে, এ কারনে আমরা আম্পায়ার্স কল রিভিউ রেখেছি। প্রথম দিন থেকেই বিষয়টি থাকবে। সেটা নিয়ে আমাদের লম্বা সময় আলোচনা হয়েছে। আমি প্রত্যেকটা দলের অধিনায়ককে ধন্যবাদ জানাচ্ছি, সবাই এখানে উপস্থিত হয়েছেন। আশা করি এবারের লিগটি অন্য বারের চেয়ে আকর্ষণীয় হবে।'