তামিমের টানা দ্বিতীয় সেঞ্চুরি, জিতেছে আবাহনী-রূপগঞ্জ

চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে বুধবার তিনটি ম্যাচ ছিল। কোনো ম্যাচেই সেভাবে রান হয়নি। আগে ব্যাটিং করা দল অল্পতেই গুটিয়ে যাওয়ায় ম্যাচ শেষ হয়েছে দ্রুতই। তিন দলই রান তাড়া করে জিতেছে। অল্প রানের লক্ষ্যেও দারুণ ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন তামিম ইকবাল। মোহামেডান স্পোর্টিং ক্লাবের জয়ে সামনে থেকে নেতৃত্ব দেওয়া অভিজ্ঞ এই ওপেনারের এটা টানা দ্বিতীয় সেঞ্চুরি। সম্ভাবনা জাগিয়ে তিন অঙ্ক ছুঁতে পারেননি নাঈম শেখ, হেরেছে তার দল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
মোহামেডানের জয়ের দিনে হাসি মুখে মাঠ ছেড়েছে আবাহনী ও লেজেন্ড অব রূপগঞ্জও। সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে ব্রাদার্স ইউনিয়নকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারায় তামিমের দল মোহামেডান। চার নম্বর মাঠে প্রাইম ব্যাংকের বিপক্ষে ৮ উইকেটে জেতে রূপগঞ্জ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পারটেস্ট স্পোর্টিং ক্লাবকে অল্প রানে গুটিয়ে দিয়ে ৮ উইকেটের বড় জয় তুলে নেয় বর্তমান চ্যাম্পিয়ন্স আবাহনী।
মোহামেডানের আবু হায়দার রনি, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজদের দারুণ বোলিংয়ের সামনে ৪৮.৪ ওভারে ১৮৭ রানে অলআউট হয় ব্রাদার্স। ইমতিয়াজ হোসেন তান্না ৪৩ ও আইচ মোল্লা ৩২ রান করেন। বাকিদের কেউ ২০ রানের বেশি করতে পারেননি। তাইজুল ৪টি, রনি ৩টি ও মিরাজ ২টি উইকেট নেন। জবাবে ম্যাচসেরা তামিম ও মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাটে ৩২.৫ ওভারে জয় তুলে নেয় মোহামেডান। ৯৬ বলে ৯টি চার ও ৪টি ছক্কায় ১০৫ রানে অপরাজিত থাকেন তামিম। লিস্ট 'এ' ক্রিকেটে এটা তার ২৪তম সেঞ্চুরি, যা বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ। ৯৬ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় হার না মানা ৭৫ রান করেন অঙ্কন।
মিরপুর পারটেক্সকে রীতিমতো উড়িয়ে দেয় আবাহনী। তিন স্পিনার মাহফুজুর রহমান রাব্বি, রাকিবুল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকতের দুর্দান্ত বোলিংয়ে ৩৩.১ ওভারে মাত্র ১০০ রানে পারটেক্সকে গুটিয়ে দেয় তারা। সর্বোচ্চ ৩৬ রান করেন জয়রাজ শেখ। ২৩ রান করেন অধিনায়ক সাব্বির রহমান, বাকিদের কেউ ২০ রানের গণ্ডিও পেরোতে পারেননি। ম্যাচসেরা রাব্বি নেন ৫টি উইকেট। রাকিবুল ও মোসাদ্দেক ২টি করে উইকেট পান। জবাবে দুই অপরাজিত ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমনের ৫৫ ও মোসাদ্দেকের ৩৭ রানে ১৪.৩ ওভারেই জিতে যায় আবাহনী।
বিকেএসপির তিন নম্বর মাঠে নাঈম শেখের ৮১ রানের পরও ২৯.৫ ওভারে ১৫২ রানে অলআউট হয়ে যায় প্রাইম ব্যাংক। শাহাদাত হোসেন দিপু ২০ রান করেন। বাকি সবাই ব্যর্থ হয়েছেন, ১১ রানের বেশি করতে পারেননি কেউ। রূপগঞ্জের সাইফ হাসান ৪টি ও তানজিম হাসান সাকিব ৩টি উইকেট নেন। জবাবে তানজিদ হাসান তামিমের ৬৮ ও সৌম্য সরকারের অপরাজিত ৫০ রানে ২৩.২ ওভারেই জয়ের বন্দরে পৌঁছায় রূপগঞ্জ। ৪ ম্যাচের ৩টিতে জেতা দলটি পয়েন্ট টেবিলে সবার উপরে। সমান ম্যাচে ৩টি করে জেতা আবাহনী ও মোহামেডান যথাক্রমে দুই ও তিন নম্বরে।