যেভাবে দেখবেন চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ

কদিন পরই শুরু হতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে শীর্ষ আট দলের অংশগ্রহণের বিশ্ব আসরটি। ১৯ দিনের এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে, ফাইনাল হবে ৯ মার্চ। উদ্বোধনী ম্যাচে লড়বে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান ও নিউজিল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ কোন অঞ্চলে, কোথায়, কীভাবে দেখা যাবে; বিস্তারিত জানিয়েছে আইসিসি।
টিভি ও ডিজিটাল সম্প্রচার
বাংলাদেশ: বাংলাদেশের দর্শকরা নাগরিক টিভি ও টি স্পোর্টসে খেলা উপভোগ করতে পারবেন। ডিজিটাল স্ট্রিমিং পাওয়া যাবে টফি অ্যাপে।
ভারত: ভারতে জিওস্টার নেটওয়ার্ক চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ সম্প্রচার করবে। জিওহটস্টারে ১৬টি ভিন্ন ফিডের মাধ্যমে ৯টি ভাষায় স্ট্রিমিং হবে। ভাষাগুলো হচ্ছে ইংরেজি, হিন্দি, মারাঠি, হরিয়ানভি, বাংলা, ভোজপুরি, তামিল, তেলেগু ও কন্নড়। টিভিতে স্টার স্পোর্টস ও স্পোর্টস ১৮ চ্যানেলে খেলা দেখা যাবে।
পাকিস্তান: স্বাগতিক দেশ পাকিস্তানের ভক্তরা পিটিভি ও টেন স্পোর্টসে খেলা দেখতে পারবেন। ডিজিটাল স্ট্রিমিং হবে মাইকো ও তামাশা অ্যাপে।
সংযুক্ত আরব আমিরাত, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা: ক্রিকলাইফ ম্যাক্স ও ক্রিকলাইফ ম্যাক্স২-এ সম্প্রচার করা হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ। স্ট্রিমিং হবে স্টারজপ্লেতে।
যুক্তরাজ্য: যুক্তরাজ্যের দর্শকরা স্কাই স্পোর্টস ক্রিকেট, স্কাই স্পোর্টস মেইন ইভেন্ট ও স্কাই স্পোর্টস অ্যাকশনে খেলা দেখতে পারবেন। ডিজিটাল স্ট্রিমিং পাওয়া যাবে স্কাইজিও, নাও ও স্কাই স্পোর্টস অ্যাপে।
যুক্তরাষ্ট্র ও কানাডা: উইলো টিভিতে সরাসরি সম্প্রচার হবে। উইলো বাই ক্রিকবাজ অ্যাপে স্ট্রিমিং হবে, হিন্দি ভাষাতেও থাকবে ধারাভাষ্য।
ক্যারিবিয়ান অঞ্চল: ক্যারিবিয়ান টিভিতে খেলা সম্প্রচার করবে ইএসপিএন। স্ট্রিমিং পাওয়া যাবে ইএসপিএন প্লে ক্যারিবিয়ান অ্যাপে স্ট্রিমিং অ্যাপে।
অস্ট্রেলিয়া: অস্ট্রেলিয়ার দর্শকরা প্রাইম ভিডিওতে খেলা দেখতে পারবেন, যেখানে হিন্দি ভাষাতেও ধারাভাষ্য থাকবে।
নিউজিল্যান্ড: স্কাই স্পোর্ট এনজেড-এ সরাসরি সম্প্রচার করা হবে, ডিজিটাল স্ট্রিমিং পাওয়া যাবে নাও ও স্কাইজিও অ্যাপে।
দক্ষিণ আফ্রিকা ও সাব-সাহারান অঞ্চল: এই অঞ্চলের দর্শকরা সুপারস্পোর্ট ও সুপারস্পোর্ট অ্যাপে খেলা দেখতে পারবেন।
আফগানিস্তান: এটিএন চ্যানেলে খেলা দেখতে পারবেন আফগানিস্তানের ভক্তরা।
শ্রীলঙ্কা: মহারাজা টিভি (টিভি১) চ্যানেলে খেলা সম্প্রচারিত হবে এবং ডিজিটাল স্ট্রিমিং পাওয়া যাবে সিরাসা প্ল্যাটফর্মে।
আইসিসি.টিভিতে ৮০টিরও বেশি অঞ্চলে বিনামূল্যে সব ম্যাচ সরাসরি দেখা যাবে। এর মধ্যে আছে নেপাল, জাপান ও মালয়েশিয়া।
রেডিও সম্প্রচার
যুক্তরাজ্য: বিবিসি রেডিও ৫ স্পোর্টস এক্সট্রা
ভারত: অল ইন্ডিয়া রেডিও
পাকিস্তান: এইইউএম ১০৬.২ এফএম
সংযুক্ত আরব আমিরাত: টক ১০০.৩ এফএম ও বিগ ১০৬.২ এফএম
বাংলাদেশ: রেডিও স্বাধীন ৯২.৪ ও রেডিও ভূমি ৯২.৮
শ্রীলঙ্কা: লখান্ডা রেডিও