টঙ্গীতে ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর নারীর মরদেহ উদ্ধার

গাজীপুর মহানগরীর টঙ্গীতে মহাসড়কের পাশের ফুটপাথের খোলা ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর এক নারী পথচারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৯ জুলাই) সকালে টঙ্গীর বাস্তহারা শালিকচুড়া বিল থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা তার মরদেহ উদ্ধার করেন।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম বিষয়টি টিবিএসকে নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (২৭ জুলাই) রাত ৯টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ইমপেরিয়াল হাসপাতালের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফুটপাথে খোলা একটি ম্যানহোলে পড়ে গিয়ে নিখোঁজ হন ওই নারী। প্রথমে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেওয়া হয়। পরে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে।
প্রথমে তার পরিচয় নিশ্চিত না হওয়া গেলেও পরে জানা যায়, নিখোঁজ নারীর নাম ফারিয়া তাসনিম জ্যোতি। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গায়। তিনি রাজধানীর মিরপুর ১০ নম্বর সেক্টরে বসবাস করতেন এবং একটি ওষুধ কোম্পানিতে কর্মরত ছিলেন।
ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. শাহিন আলম জানান, "ঘটনার পর থেকেই আমরা নিরবচ্ছিন্নভাবে উদ্ধার অভিযান চালিয়ে আসছিলাম। ম্যানহোলটির গভীরতা প্রায় ১০ ফুট, আর টানা বৃষ্টির কারণে এটি পানিতে পূর্ণ হয়ে যায়। বৃষ্টির পানির প্রবল স্রোতে ওই নারী ড্রেনের সঙ্গে ভেসে দূরে চলে যান, যে কারণে প্রাথমিকভাবে তার সন্ধান পাওয়া যায়নি।"
তিনি আরও জানান, "অবশেষে মঙ্গলবার সকালে বাস্তহারা শালিকচুড়া বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করা হবে।"
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, "নিখোঁজ হওয়ার পর থেকেই উদ্ধার অভিযান চালানো হচ্ছিল। আজ সকালে ফায়ার সার্ভিস ফারিয়া তাসনিম জ্যোতির মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।"