টঙ্গীতে ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ

গাজীপুর মহানগরীর টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের একটি ম্যানহোলে পড়ে এক নারী পথচারী নিখোঁজ হয়েছেন।
আজ সোমবার (২৮ জুলাই) দুপুর ১টা পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি।
রোববার (২৭ জুলাই) রাত সোয়া ৯টার দিকে এ ঘটনার পর খবর পাওয়ার পর থেকে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা ওই নারীকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।
নিখোঁজ নারীর নাম তাসনিম সিদ্দিক জ্যোতি, তার বাড়ি চুয়াডাঙ্গায়। তিনি ঢাকার মিরপুরে থাকতেন এবং একটি ওষুধ কোম্পানিতে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার (২৭ জুলাই) রাত সোয়ার ৯টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে ফুটপাথ দিয়ে হাটার সময় ওই নারী গাজীপুর সিটি করপোরেশনের ঢাকনা বিহীন একটি ম্যানহোলে পড়ে যান। এসময় স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যার্থ হন।

পরে টঙ্গী ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের উদ্ধারকারী একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ম্যানহোলের ভেতর নিখোঁজ নারীর সন্ধান চালাচ্ছেন। ম্যানহোলটির গভীরতা প্রায় ১০ ফুট। দিনভর বৃষ্টি হওয়ায় ম্যানহোলটি পানিতে ভর্তি।
টঙ্গী পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান জানান, এক নারী ম্যানহোলে পড়ে যাবার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ফায়ার সার্ভিসের কর্মীরা ওই নারীকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।