আশুলিয়ায় অটোরিকশা চোর সন্দেহে নারীকে বেঁধে মারধর
ঢাকার সাভারে আশুলিয়ায় অটোরিকশা চোর সন্দেহে এক নারীর হাত বেঁধে মারধরের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায় ওই নারী নির্যাতনের শিকার হন।
তবে তাৎক্ষণিকভাবে ভুক্তভোগী নারী ও মারধরকারীদের পরিচয় জানা যায়নি।
এ ঘটনার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
ভিডিওতে দেখা যায়, বোরখা পরা এক নারীকে রাস্তায় ফেলে দড়ি দিয়ে হাত বেঁধে রাখা হয়েছে। চারপাশে দাঁড়িয়ে আছেন আরও কয়েকজন। ওই নারী নিজেকে নির্দোষ দাবি করে লোকজনের কাছে আর্তনাদ করছেন। কেউ কেউ জানতে চাইছিলেন, তিনি অটোরিকশা চোর কি না।
একপর্যায়ে এক ব্যক্তি রশি ধরে টেনেহিঁচড়ে ওই নারীকে পাশের একটি গলিতে নিয়ে যান। সেখানেও লোকজন ওই নারীকে জিজ্ঞাসাবাদ করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও ভিডিওধারণকারী স্থানীয় এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'সকালে আমি ঘটনাস্থলের পাশ দিয়ে যাচ্ছিলাম। এ সময় জটলা দেখে এগিয়ে যাই। গিয়ে দেখি, এক নারীকে লোকজন অটোরিকশা চোর সন্দেহে বেঁধে মারধর করছে। আমি তখন তাদের মারধর করতে না করি। তবে তারা তাতে কর্ণপাত করেননি।
জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠিয়েছিলাম। তবে কেউ তেমন কোনো তথ্য দিতে পারেনি। তবুও আমরা বিষয়টি তদন্ত করছি। ঘটনার ভুক্তভোগী এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।'
