ঢাকাকে হারিয়ে বিপিএলে প্রথম জয়ের স্বাদ নিলো সিলেট

টানা পাঁচ ম্যাচ হারার পর অবশেষে বিপিএলে নিজেদের প্রথম জয়ের দেখা পেল সিলেট স্ট্রাইকার্স। আরেক ধুঁকতে থাকা দল ঢাকাকে আজ ১৫ রানের ব্যবধানে হারিয়েছে সিলেট। তবে জিতেও পয়েন্ট তালিকার তলানিতেই আছে দলটি।
মাশরাফি বিন মুর্তজার অনুপস্থিতিতে সিলেটের অধিনায়কের দায়িত্ব পাওয়া মোহাম্মদ মিথুন ব্যাট হাতে পথ দেখিয়েছেন দলকে। বল হাতে রিচার্ড এনগারাভা ছিলেন দুর্দান্ত।
সিলেটের দেওয়া ১৪৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৯ রানেই দুই ওপেনারকে হারায় ঢাকা। সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি তারা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বড় হারই দেখছিল ঢাকা, ৯২ রানে নয় উইকেট হারানো দলকে হারের ব্যবধান কমাতে সাহায্য করেন তাসকিন আহমেদ।
ইনিংস সর্বোচ্চ ১১ বলে ২৭ রান করেছেন এই পেসার। সিলেটের হয়ে ৩০ রান দিয়ে চার উইকেট নিয়েছেন এনগারাভা।
এর আগে টসে হেরে ব্যাট করে ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করে সিলেট। সর্বোচ্চ ৫৯ রান করেছেন অধিনায়ক মোহাম্মদ মিথুন, ৪৬ বলের ইনিংস চারটি চার ও তিন ছয় মেরেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
এছাড়া ৩২ রান এসেছে সামিত প্যাটেলের ব্যাট থেকে। ঢাকার হয়ে ২৪ রান দিয়ে চার উইকেট নিয়েছেন শরিফুল।