ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র

৭ ফেব্রুয়ারি রাত থেকেই অপেক্ষা, যখন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল জানান, ৯ ফেব্রুয়ারি শিরোপা নিয়ে বরিশালে যাবেন তারা। সেই অপেক্ষা আজ দুপুরে ফুরায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপাজয়ী দলটির ভক্ত-সমর্থকদের। শিরোপা নিয়ে আজ রোববার বরিশালে যায় চ্যাম্পিয়ন দলটি। চ্যাম্পিয়ন দলকে বরণ করে নিতে এক জায়গায় জড়ো হলে রীতিমতো জনসমুদ্রে পরিণত হয় বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক।
শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ফাইনালে রুদ্ধশ্বাস লড়াই শেষে চিটাগং কিংসকে ৩ উইকেটে হারায় বরিশাল। টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে অধিনায়ক তামিম ঘোষণা দেন, 'আমরা গতবার (বিপিএল) জেতার পর বরিশাল আসতে পারিনি। এখন পর্যন্ত আমরা ঠিক করেছি, ৯ তারিখে আসব (বরিশাল)। আশা করি, বরিশালে যারা আছেন সবাই থাকবেন আমাদের স্বাগত জানানোর জন্য। সব যদি ঠিক থাকে, এই ৯ তারিখে আপনারা আমাদের কাপসহ দেখতে পারবেন।'

ঘোষণাটি জানাই ছিল বরিশালের ভক্ত-সমর্থকদের, উদযাপনের জায়গাও তাদেরকে জানিয়ে দেওয়া হয়। রোববার সকাল থেকেই বেলস পার্কে হাজির হতে থাকেন দলটির সমর্থকরা। বিকাল চারটার দিকে শিরোপা নিয়ে বেলস পার্কে পৌঁছায় বরিশাল দল। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদরা শিরোপা নিয়ে মঞ্চে উঠতেই উল্লাসে ফেটে পড়েন উপস্থিত ভক্ত-সমর্থকরা। 'বরিশাল, বরিশাল' ধ্বনিতে কেঁপে ওঠে বেলস পার্ক।
বিশৃঙ্খলা তৈরি হওয়ায় বেলস পার্কে অল্প কিছুক্ষণ থাকেন বরিশালের ক্রিকেটারসহ কোচিং স্টাফ, সাপোর্ট স্টাফ, দলের স্বত্ত্বাধিকারি ও তার পরিবারের সদস্যরা। তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ ছাড়াও বরিশালের শিরোপা উদযাপনের অংশ হন তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন, ইবাদত হোসেন, তানভীর ইসলাম, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, নাঈম হাসানরা। মঞ্চে উঠে শিরোপা উঁচিয়ে ধরেই নেমে যান বরিশালের ক্রিকেটাররা।

শিরোপা উদযাপনের পর বেলস পার্ক থেকে বরিশাল বিমানবন্দরে যাওয়ার সময়ও রাস্তার দুই পাশে দাঁড়ানো ভক্ত-সমর্থকদের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হয় চ্যাম্পিয়ন দলটি। শিরোপা নিয়ে বরিশাল দল ঢাকার পথে রওনা দিলেও বেলস পার্কে চলতে থাকে আনন্দ উদযাপন। শিরোপা উদযাপনের পরের অংশে কনসার্টের আয়োজন করা হয়, যেখানে গান পরিবেশনা করেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী হাসান ও তার ব্যান্ড আর্ক। ক্রিকেটার ও শিরোপা নিয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা এসে পৌঁছায় বরিশাল।
বেলস পার্সে শিরোপা উদযাপনের মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে ফরচুন বরিশাল। ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে উদযাপনের ছবি পোস্ট করেছেন মুশফিক-রিশাদরাও। জনসমুদ্র পেছনে রেখে তোলা সেলফি পোস্ট করে মুশফিক লিখেছেন, 'ভালোবাসার জন্য ধন্যবাদ বরিশাল, আবার দেখা হবে ইনশাআল্লাহ।' ফাইনাল জয়ের নায়ক রিশাদ একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, 'কাপ লইয়া মনু গো দ্যাশে। খেলা পাগল বরিশালের মানুষরা, আপনাদের উচ্ছাসে আমরা সার্থক। অনেক ভালোবাসা আপনাদের জন্য। আবারও দেখা হবে, এই প্রত্যাশা রেখে গেলাম।'

বিপিএলের গত আসরে প্রথমবারের মতো শিরোপা জেতে ফরচুন বরিশাল। চ্যাম্পিয়নের মুকুট জিতে দলটির কর্ণধার মিজানুর রহমান ঘোষণা দেন, শিরোপা নিয়ে লঞ্চে করে বরিশাল যাবেন তারা। যদিও শেষ পর্যন্ত সেটা হয়নি, শিরোপা নিয়ে বরিশালই যাওয়া হয়নি দলটির। এবারও নানা কারণে শিরোপা নিয়ে লঞ্চে বরিশাল যায়নি টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়া দলটি। বিমানে করে দুপুর ২টায় পৌঁছানো ফরচুন বরিশাল সাড়ে ৬টায় ঢাকা ফেরে।