নাজিবুল্লাহ ঝড়ে মাশরাফির সিলেটকে হারিয়ে শুরু চট্টগ্রামের

বিপিএল ২০২৪ এর দ্বিতীয় ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে সাত উইকেটে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সিলেটের দেওয়া ১৭৮ রানের লক্ষ্য নয় বল হাতে রেখেই টপকে যায় চট্টগ্রাম।
হাইস্কোরিং ম্যাচটিতে চট্টগ্রামের জয়ের নায়ক শাহাদাত হোসেন দিপু ও নাজিবুল্লাহ জাদরান। দুজনের অসাধারণ এক জুটিতেই সিলেটকে অনায়াসে হারিয়েছে চট্টগ্রাম।
সিলেটের দেওয়া ১৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৪ রানেই ওপেনার তানজিদ হাসান তামিম ফিরে যান সাজঘরে। এরপর আরেক ওপেনার আভিষ্কা ফার্নান্দো ঝড়ো ব্যাটিংয়ে ২৩ বলে সাত চার ও এক ছয়ে ৩৯ রান করেন। তিনি আউট হওয়ার পর ইমরানুজ্জামানও ফিরে গেলে ৫৯ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে চট্টগ্রাম।
সেই চাপ তুড়ি মেরে উড়িয়ে দেন শাহাদাত হোসেন দিপু ও নাজিবুল্লাহ জাদরান। দুজনে মিলে গড়েন অবিচ্ছিন ১২১ রানের জুটি। সঙ্গে দ্রুত রান তুলেন দুজনে। ৩০ বলে তিন চার ও পাঁচ ছয়ে ৬১ রান করে অপরাজিত থাকেন নাজিবুল্লাহ, ৩৯ বলে চারটি করে চার ও ছয়ে ৫৭ রানে অপরাজিত থাকেন শাহাদাত। দুজনে চট্টগ্রামের জয়ের তরী নোঙরে পৌঁছে দেন।
এর আগে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে জাকির হাসানের দুর্দান্ত হাফসেঞ্চুরিতে দুই উইকেট হারিয়ে ১৭৭ রান তোলে সিলেট স্ট্রাইকার্স। ইনিংসের শুরুটা ভালোভাবে করেন দুই ওপেনার মোহাম্মদ মিথুন ও নাজমুল হাসান শান্ত। ওপেনিং জুটিতে ৬৭ রান যোগ করেন দুজনে।
ব্যক্তিগত ৩৬ রান করে শান্ত ফিরে যাওয়ার পর ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি আরেক ওপেনার মিথুনও। চারটি চার ও দুই ছয়ে ৪০ রানের ইনিংস খেলেন এই ডানহাতি ব্যাটসম্যান। তিনে নামা জাকির হোসেন খেলেছেন ৭০ রানের অপরাজিত ইনিংস, ৪৩ বলের এই ইনিংসে সাতটি চার ও একটি ছয় মেরেছেন জাকির।