ইসলামী ব্যাংকের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড

ইসলামী ব্যাংক বাংলাদেশের অফিশিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজ হ্যাকড হয়েছে। একই সঙ্গে ফেসবুক পেজের প্রোফাইল ও কভার ছবি চেঞ্জ করা হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) ভোরে ফেইসবুক পেজ হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ।
এ বিষয়ে ব্যাংকটির জনসংযোগ বিভাগের প্রধান নজরুল ইসলাম টিবিএসকে বলেন, 'শুক্রবার ভোর রাতে অফিসিয়াল ফেইসবুক পেজ হ্যাকড হয়েছে। হ্যাকারদের কাছ থেকে পেজটি উদ্ধারে কাজ করছে আইটি বিভাগ।'''

ইসলামী ব্যাংক বাংলাদেশের ফেইসবুক পেজটি ঘুরে দেখা যায়, নাম পরিবর্তন করা হয়নি। তবে প্রোফাইল ও কাভার ফটো বদলে হ্যাকার গ্রুপের ছবি ব্যবহার করা হয়েছে।
হ্যাকার গ্রুপ একটি পোস্টে লিখেছে, 'বাংলাদেশ ইসলামী ব্যাংকের তৎপর কর্তৃপক্ষের অনৈতিক আচরণে এমএস ৪৭০এক্স তাদের পেইজে নিয়ন্ত্রণ নিয়েছে। হাজার হাজার কর্মীর ভবিষ্যৎ রক্ষা করা হবে। অবিলম্বে অন্যায় চাকরিচুত্যির পুনর্বিবেচনা ঘোষনা করা হোক।'
তবে বর্তমানে এ পোস্টটি ডিলেট করে দেওয়া হয়েছে।