জানুয়ারি-সেপ্টেম্বরে ইসলামী ব্যাংকের মুনাফা ৬৬ শতাংশ কমে ৯৯.৮১ কোটি টাকা
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে ব্যাংকটির সমন্বিত নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৬৬ শতাংশ কমে ৯৯.৮১ কোটি টাকায় দাঁড়িয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) ব্যাংকের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, এই সময়ে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ০.৬২ টাকা।
শুধু জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত নিট মুনাফা হয়েছে ৩২ কোটি টাকা এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.২০ টাকা।
